kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

‘ড্রামা সার্কেল’ প্রতিষ্ঠা করলেন আকবর

রংবেরং প্রতিবেদক   

২৯ মার্চ, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘ড্রামা সার্কেল’ প্রতিষ্ঠা করলেন আকবর

অর্ধশত বাণিজ্যিক ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর। তাঁর পরিচালনায় ‘চাকর’, ‘প্রেম দিওয়ানা’, ‘ডিসকো ড্যান্সার’, ‘কুলি’, ‘শান্ত কেন মাস্তান’, ‘অন্ধ ভালোবাসা’, ‘কাজের মানুষ’, ‘ছোট্ট সংসার’সহ অনেক ছবি সুপারহিটের তকমা পেয়েছে। এবার ছবি পরিচালনার পাশাপাশি ‘ড্রামা সার্কেল’ নামের একটি নাট্যদল প্রতিষ্ঠা করেছেন আকবর। ২৭ মার্চ জয়পুরহাটে দলটির প্রথম নৃত্যগীতিনাট্য ‘স্বাধীনতা আমার মা’ মঞ্চস্থ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। আকবরের পরিচালনায় গীতিনাট্যটিতে স্বাধীনতার মহত্ত্ব তুলে ধরা হয়েছে। আকবর বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল একটি নাট্যদল প্রতিষ্ঠা করার। এবার সেটা পূরণ হলো। শুরুতে ৫০ জন সদস্য নির্বাচন করেছি। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন সিকান্দার আলী ও সিরাজুল ইসলাম কিরণ। শিগগিরই সদস্যসংখ্যা ২০০ জনে উন্নীত করার কথা ভাবছি। শুধু জয়পুরহাট নয়, দলটি সারা দেশে নাটক মঞ্চায়ন করবে।’ মনতাজুর রহমান আকবর পরিচালিত শেষ ছবি ছিল ‘দুলাভাই জিন্দাবাদ’। গত বছর মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করেন ডিপজল, মৌসুমী, বাপ্পী ও বিদ্যা সিনহা মিম।

 সাতদিনের সেরা