ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

চলচ্চিত্র

notdefined
notdefined
শেয়ার
চলচ্চিত্র

ভণ্ড বাবা : অভিনয়ে হুমায়ূন ফরীদি, মান্না, মৌসুমী। পরিচালক উত্তম আকাশ। সকাল ৮টা, দেশ টিভি।

গল্পসূত্র : বাহাদুর খারাপ মানুষ।

সাধুবাবার বেশ ধরে নানা অপকর্ম করে বেড়ায়। সমাজের চোখে সে ভালো মানুষ। তার হাতে খুন হয় রাজুর বাবা। মায়ের আদেশে বড় হয়ে পুলিশ অফিসার হয় রাজু।
এরপর পিতৃহত্যার প্রতিশোধের লড়াইয়ে নামে। এ লড়াইয়ে তার সঙ্গী প্রেমিকা রুনা।

 

হৈচৈ : অভিনয়ে রাহুল ব্যানার্জি, পাওলি দাম, রুদ্রনীল সেনগুপ্ত। পরিচালক দেবরতি গুপ্ত।

দুপুর ১২টা, ডিডি বাংলা।

গল্পসূত্র : পিয়ালি একটা নাটকের দলে কাজ করে। কিন্তু অনেক পরিশ্রম করলেও স্বীকৃতি মেলে না। হতাশ, বিষণ্ন পিয়ালি দল ত্যাগ করে। কিছুদিন পর কয়েকজন বন্ধুকে নিয়ে নতুন দল করে ‘হৈচৈ’।

কিন্তু প্রথম নাটক মঞ্চায়নের আগে পাত্রপাত্রীদের নিজেদের জীবনেই শুরু হয় ‘নাটক’।

 

হিন্দি মিডিয়াম : অভিনয়ে ইরফান খান, সাবা কামার, নেহা ধুপিয়া। পরিচালক সকেট চৌধুরী। বিকেল ৩টা ৪৫ মিনিট, সেটম্যাক্স।

গল্পসূত্র : রাজ সফল ব্যবসায়ী, থাকে দিল্লির শহরতলিতে। পয়সা থাকলেও শিক্ষাদীক্ষা তেমন নেই। তাঁর স্ত্রী মিতা সন্তানের পড়ার ব্যাপারে ভীষণ সিরিয়াস। পাঁচ বছরের মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে পাগলপারা হয়ে ওঠে। সোজা রাস্তায় সুযোগ না পেয়ে দরিদ্র কোটায় ভর্তি হতে ‘গরিব’ সেজে ওঠে বস্তিতে। ইচ্ছা না থাকলেও স্ত্রীকে অনুসরণ করে রাজ।

 

ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড : অভিনয়ে হ্যারিসন ফোর্ড, শন কনারি। পরিচালক স্টিভেন স্পিলবার্গ। রাত ৯টা ৩০ মিনিট, জি স্টুডিও।

গল্পসূত্র : যিশুর ব্যবহৃত পবিত্র পাত্রের খোঁজে নামে ইন্ডিয়ানা জোন্স। জানতে পারে পাত্রটির খোঁজে যারাই নেমেছে তারাই নিখোঁজ হয়েছে। এর মধ্যে ইন্ডিয়ানার বাবা হেনরি জোন্সও আছে। চ্যালেঞ্জ পেয়ে দ্বিগুণ উৎসাহে প্রফেসর জোন্স কাজ শুরু করলেও একের পর এক বিপদ আসতে থাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

জুলাই অভ্যুত্থান নিয়ে গান ও কনসার্ট

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
জুলাই অভ্যুত্থান নিয়ে গান ও কনসার্ট

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে জুলাই নিয়ে নতুন একটি গান বেঁধেছেন ফারজানা ওয়াহিদ সায়ান। মঙ্গলবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু শিরোনামের গানটি। বরাবরের মতোই কথা-সুর সাজিয়েছেন সায়ান নিজে; সংগীতায়োজনে শফিকুজ্জামান শাওন।

এ গানের মাধ্যমে সায়ান মূলত আহবান জানিয়েছেন, কেউ যেন জুলাইয়ের চেতনা বিক্রি না করেন। গত বছরের জুলাইয়েও গানে ও রাজপথে সরব ছিলেন এই প্রতিবাদী শিল্পী।

এদিকে জুলাই বর্ষপূর্তিতে নানা আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামে হয়েছে বিশেষ কনসার্ট।

আজ রাজধানীর হাতিরঝিলে হবে আরেকটি অনুষ্ঠান। যেখানে জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে স্মরণ ও উদযাপন করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস শীর্ষক এ আয়োজনে গাইবে শ্রোতাপ্রিয় ব্যান্ড আর্টসেল

এ ছাড়া পরিবেশনায় থাকবেন আহমেদ হাসান সানি, র‌্যাপার সেজান, তাশফি প্রমুখ।

থাকবে জুলাই সংশ্লিষ্ট চারটি চলচ্চিত্রের [হিরোজ উইদআউট কেপস, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ, জুলাই বীরগাথা ও জুলাই উইমেন] প্রদর্শনী। আর সবশেষে থাকবে ড্রোন শো। সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান, থাকবে সবার জন্য উন্মুক্ত।

মন্তব্য
অন্তর্জাল

এমি ব্র্যাডলি ইজ মিসিং

শেয়ার
এমি ব্র্যাডলি ইজ মিসিং
‘এমি ব্র্যাডলি ইজ মিসিং’ সিরিজের দৃশ্য৩

বুধবার নেটফ্লিক্সে এসেছে নতুন সিরিজ এমি ব্র্যাডলি ইজ মিসিং। ১৯৯৮ সালে একটি ক্যারিবিয়ান ক্রুজশিপ থেকে উধাও হয়ে যায় ২৩ বছর বয়সী এক তরুণী। এর পেছনের রহস্য জানতে মরিয়া হয়ে যায় তার পরিবার। সে ঘটনাই পর্দায় তুলে এনেছেন নির্মাতা ফিল লট ও অ্যারি মার্ক।

সিরিজে এমির পরিবারের সদস্য ও বন্ধুরা ছাড়াও কথা বলেছেন সেই জাহাজের সংশ্লিষ্টরা।

মন্তব্য
চলচ্চিত্র

ভালোবাসা আজকাল

শেয়ার
ভালোবাসা আজকাল
‘ভালোবাসা আজকাল’ ছবিতে শাকিব খান ও মাহিয়া মাহি

অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি, মিশা সওদাগর। পরিচালক পি এ কাজল। সকাল ৮টা ৪০ মিনিট, মাছরাঙা।

গল্পসূত্র : রানা আর তার মামা মিলে লোক ঠকিয়ে বেড়ায়।

মামা-ভাগ্নে মিলে সুমি নামের এক ধনী মেয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সুমি সম্পর্কে সব তথ্যই তারা জানে। তবে চেহারায় চেনে না। এই সুযোগের সদ্ব্যবহার করে বাড়ি থেকে পালানো ধনীর দুলালি ডানা।
সুমি সেজে রানার বাড়িতে এসে ওঠে।

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘ভালোবাসার আলো-আঁধার’ ধারাবাহিকের দৃশ্য

ভালোবাসার আলো-আঁধার

দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ভালোবাসার আলো-আঁধার। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেমসহ অনেকে।

 

ট্রিহাউজ মাস্টারস

এনিম্যাল প্লানেটে বিকেল ৩টায় রয়েছে রিয়েলিটি সিরিজ ট্রিহাউজ মাস্টারস

পিট নেলসন ও তার দল বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের বৃক্ষবাড়ি বানিয়ে দেয়। এ কাজে প্রতিনিয়ত তাদের অভিনব সব অভিজ্ঞতা হয়। তাই উঠে এসেছে এই সিরিজে। আজ সিরিজটির আটটি পর্ব ধারাবাহিকভাবে দেখানো হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ