kalerkantho

মঙ্গলবার । ৪ অক্টোবর ২০২২ । ১৯ আশ্বিন ১৪২৯ ।  ৭ রবিউল আউয়াল ১৪৪৪

নতুন দোস্ত দুশমন

রংবেরং প্রতিবেদক   

১৪ জুন, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন দোস্ত দুশমন

দেওয়ান নজরুল ১৯৭৭ সালে নির্মাণ করেছিলেন ‘দোস্ত দুশমন’। হিন্দি ‘শোলে’র এই রিমেকে অভিনয় করেন সোহেল রানা, জসীম ও ওয়াসিম। দীর্ঘ ৩৯ বছর পর আবার নির্মিত হতে যাচ্ছে ‘দোস্ত দুশমন’। নতুন করে ছবিটি বানাচ্ছেন আজাদ খান।

বিজ্ঞাপন

ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন জয় চৌধুরী ও বিজয় খান। এরই মধ্যে গল্প লেখার কাজ শেষ করেছেন আব্দুল্লাহ জহির বাবু। তিনি বলেন, ‘আমরা ছবির কাহিনীতে বেশ কিছু পরিবর্তন এনেছি। সত্তরের দশকের সঙ্গে এখনকার প্রেক্ষাপট মিলবে না। সে জন্যই এ রদবদল। ’ ছবির নায়ক জয় বলেন, ‘এমন একটি ছবিতে অভিনয় করব ভেবে ভালো লাগছে। ছবির বাজেট আড়াই কোটি টাকা। শুটিং হবে সিঙ্গাপুরে। আশা করছি, দর্শকরা ছবিটি উপভোগ করবেন। ’ খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে রজতাভ দত্তকে।সাতদিনের সেরা