৪ মে প্রথমবার ফেসবুকে নিজের বিয়ের জানান দিলেন কাজী মারুফ। নিউ ইয়র্ক থেকে ফেসবুকে চেক-ইন দিয়ে লেখেন, ‘উইথ মাই ওয়াইফ’। এরপর থেকে অনেকের মনেই প্রশ্ন, মারুফ কি সত্যিই বিয়ে করেছেন? কবে, কখন? ফোনে পাওয়া গেল মারুফের বাবা কাজী হায়াৎকে। জানা গেল বেশ কিছু ‘ফিল্মি’ তথ্য।
বিজ্ঞাপন
কাজী হায়াৎ আরো বলেন, ‘ওরা দুজন দুজনকে ভালোবাসত। বাবা হিসেবে আমি চেয়েছি তাঁরা ভালো থাকুক। মারুফকে নিয়ে কাজ করা পরিচালকরাই চেয়েছিলেন বিয়ের খবরটি গোপন থাকুক। তিন বছর হয়ে গেছে, এখন আর গোপন করার দরকার আছে বলে মনে করি না। রাইসার পুরো পরিবারই নিউ ইয়র্কে। তবে মারুফ বাংলাদেশেই থাকবে। বছরে হয়তো দুই-তিনবার যাওয়া-আসা করবে। ’