kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

তিন বছর পর বিয়ের খবর প্রকাশ

রংবেরং প্রতিবেদক   

৭ মে, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিন বছর পর বিয়ের খবর প্রকাশ

৪ মে প্রথমবার ফেসবুকে নিজের বিয়ের জানান দিলেন কাজী মারুফ। নিউ ইয়র্ক থেকে ফেসবুকে চেক-ইন দিয়ে লেখেন, ‘উইথ মাই ওয়াইফ’। এরপর থেকে অনেকের মনেই প্রশ্ন, মারুফ কি সত্যিই বিয়ে করেছেন? কবে, কখন? ফোনে পাওয়া গেল মারুফের বাবা কাজী হায়াৎকে। জানা গেল বেশ কিছু ‘ফিল্মি’ তথ্য। তিনি  বলেন, ‘মারুফ এখন নিউ ইয়র্কে তাঁঁর স্ত্রী রাইসা খানের সঙ্গে। রাইসা সেখানকার স্থায়ী বাসিন্দা। ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়, ফোনের মাধ্যমে। এখন তাঁদের ঘরে কাজী আরিশা নামে ছয় মাসের একটি কন্যা সন্তানও রয়েছে।’

কাজী হায়াৎ আরো বলেন, ‘ওরা দুজন দুজনকে ভালোবাসত। বাবা হিসেবে আমি চেয়েছি তাঁরা ভালো থাকুক। মারুফকে নিয়ে কাজ করা পরিচালকরাই চেয়েছিলেন বিয়ের খবরটি গোপন থাকুক। তিন বছর হয়ে গেছে, এখন আর গোপন করার দরকার আছে বলে মনে করি না। রাইসার পুরো পরিবারই নিউ ইয়র্কে। তবে মারুফ বাংলাদেশেই থাকবে। বছরে হয়তো দুই-তিনবার যাওয়া-আসা করবে।’

মন্তব্যসাতদিনের সেরা