আমজাদ হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আগুন লাগা সন্ধ্যা’কে এবার চলচ্চিত্রে রূপান্তর করতে যাচ্ছেন এফ আই মানিক। নায়িকা হিসেবে থাকছেন পরীমণি। মানিক বলেন, ‘জুন থেকে ছবিটির শুটিং শুরু করব। উপন্যাসটি প্রথম পড়েই ঠিক করেছিলাম ছবি বানাব।
বিজ্ঞাপন
একদিন আমজাদ ভাইকে প্রস্তাব দিলাম। তিনিও অনুমতি দিলেন। প্রযোজকের অভাবে মাঝে অনেক সময় চলে গেছে। পরী ছাড়া ছবিতে নতুন একজন নায়ক ও নায়িকা থাকবেন। অনেক দিন ধরেই আমাদের ইন্ডাস্ট্রিতে সাহিত্যনির্ভর ছবির অভাব। এই ছবিটি হয়তো দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে পারবে। ’ ‘আগুন লাগা সন্ধ্যা’ ছাড়াও এফ আই মানিকের আরেকটি ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরী। দুটি ছবিই এ বছর মুক্তি পাবে বলে জানিয়েছেন পরী।