kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

নতুন করে সালমান

রংবেরং প্রতিবেদক   

২৯ আগস্ট, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন করে সালমান

সালমানভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন কয়েকজন প্রযোজক। সালমান শাহ অভিনীত ছবিগুলো ডিজিটাল ফরম্যাটে নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তাঁরা। কিছু দিন আগে ঢাকার পদ্মা সিনেমায় মুক্তি পায় সালমান শাহ অভিনীত 'দেনমোহর'। দর্শকরা ছবিটি লুফে নেন। আর এটা দেখেই প্রযোজকদের এই সিদ্ধান্ত। 'দেনমোহর' ছবির প্রযোজক ও পরিচালক শফি বিক্রমপুরী বলেন, "সালমান শাহর ভক্ত এখনো অনেক। প্রিয় নায়কের ছবি বারবার দেখতে চান তাঁরা। ঢাকাসহ বিভিন্ন জেলা শহরেও মুক্তি দেওয়া হয়েছে 'দেনমোহর'। প্রতিটি প্রেক্ষাগৃহেই দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। আমার মনে হয়, সালমান অভিনীত যেকোনো ছবি যদি নতুন ফরম্যাটে মুক্তি দেওয়া হয়, তাহলে আবার দর্শকপ্রিয়তা পাবে। আমি প্রযোজকদের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছি।"

 সাতদিনের সেরা