kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

ইন্দ্রনীল নয় আবীর

রংবেরং প্রতিবেদক   

২৭ জুন, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইন্দ্রনীল নয় আবীর

টালিগঞ্জের ছবি 'রংবেরং'-এ চুক্তিবদ্ধ হয়েছিলেন ববি। ১ এপ্রিল ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে শুটিং করতে ইতালি যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করেই নায়ক বদল! ইন্দ্রনীলের বদলে ববির নায়ক হচ্ছেন টালিগঞ্জের আরেক নায়ক আবীর চ্যাটার্জি। শুধু তাই নয়, পরিচালক বিক্রম চোপড়ার নতুন আরেকটি ছবিতেও অভিনয় করবেন ববি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিতেও ববির নায়ক আবীর। ১৫ সেপ্টেম্বর ইতালির মালটায় দুটি ছবিরই শুটিং হবে বলে জানালেন ববি। ববি বলেন, "প্রথম ছবি 'রংবেরং' কলকাতার ছবি হলেও দ্বিতীয়টি বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনায় নির্মিত হবে। বাংলাদেশ থেকে পরিচালক হিসেবে থাকছেন ইফতেখার চৌধুরী। আবীর যে ধরনের ছবি করে অভ্যস্ত, নতুন গল্পটি সে রকমই। খানিকটা কমার্শিয়াল আর্ট ঘরানার এই ছবিতে আমাকেও নতুনভাবে উপস্থাপন করতে চান পরিচালক।'

আবীর চ্যাটার্জি অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে 'রঞ্জনা আমি আর আসবো না', 'বাইশে শ্রাবণ', 'কাহানি', 'আবার ব্যোমকেশ', 'এবার সবর', 'বোঝে না সে বোঝে না', 'আবর্ত', 'মেঘে ঢাকা তারা', 'যেখানে ভূতের ভয়' প্রভৃতি।

 

মন্তব্যসাতদিনের সেরা