আসছে মা দিবস উপলক্ষে ৮ মে মুক্তি পাচ্ছে প্রসূন রহমান নির্মিত চলচ্চিত্র 'সুতপার ঠিকানা'।
একজন নারীর জীবনের নানা ঘটনা আর বাস্তবতা নিয়েই ছবির গল্প। ২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর। কিশোরী থেকে বৃদ্ধ বয়সী পর্যন্ত জীবনের চারটি অধ্যায়ে সংগ্রামী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।
আরো অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, সায়কা আহমেদ, মিম চৌধুরী, নভিদ মুন্তাসির, নিবিড় কুমার প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ।
নির্মাতা প্রসূন রহমান বলেন, 'নারীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রকাশ রয়েছে এ চলচ্চিত্রে। বিনোদনবঞ্চিত মায়েদের জন্য মা দিবসে এটি আমাদের উপহার।
'
এ নিয়ে প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটর ফেসবুকের মাধ্যমে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। 'মায়ের সাথে- সুতপার ঠিকানা' শিরোনামের এই প্রতিযোগিতার কুইজে অংশ নিয়ে পাওয়া যাবে মা দিবসে স্টার সিনেপ্লেক্সে মাকে সঙ্গে নিয়ে ছবি দেখার ফ্রি টিকিট। প্রতিযোগিতা সম্পর্কে জানা যাবে ফেসবুকের এই ঠিকানায় : www.facebook.com/sutoparthikana