kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

ফেরদৌস ওয়াহিদের নতুন ছবি

রংবেরং প্রতিবেদক   

১১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেরদৌস ওয়াহিদের নতুন ছবি

২০০৪ সালে 'ডেঞ্জারম্যান' শিরোনামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছিলেন ফেরদৌস ওয়াহিদ। সেটিতে ফেরদৌস ওয়াহিদের কাজ অনেকেই পছন্দ করেছিলেন। এবার সেটিরই ধারাবাহিকতা বজায় রেখে 'ডেঞ্জারম্যান মিশন-২' নামে নিজের নতুন ছবি নির্মাণ করছেন এই গায়ক। 'কুমুরপুরের গল্প'র পর এটি তাঁর দ্বিতীয় ছবি।

বিজ্ঞাপন

এরই মধ্যে ঢাকা, বগুড়া, মুন্সীগঞ্জসহ কয়েকটি লোকেশনে ১০ দিন ধরে ছবিটির শুটিং হয়েছে। আরো ১২ দিনের শুটিং বাকি। ফেরদৌস ওয়াহিদ জানান, 'ডেঞ্জারম্যান'-এর মতো ছবিতেও নায়ক হিসেবে অভিনয় করছেন তিনি। এতে ভিলেন হিসেবে রয়েছেন ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতায় এক কন্যা জারা। বাকি অভিনয়শিল্পীদের নাম এখনই জানাতে চান না তিনি। ছবিটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, 'এত দিন ধরে ছবিটির পরিকল্পনা করেছি। এবার চুপচাপ কাজ শুরু করে দিয়েছি। আমার বিশ্বাস, ছবিটি দর্শকদের পছন্দ লাগবে। ' ছবির গান তৈরির কাজ শেষ বলেও জানান তিনি। এতে মোট গান রয়েছে তিনটি। এগুলোতে ফেরদৌস ওয়াহিদের পাশাপাশি গান করেছেন কনা, তিশমা। আগামী মার্চেই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা ফেরদৌস ওয়াহিদের।

 সাতদিনের সেরা