আসছে বিজয় দিবস। এ দিবস সামনে রেখে দেশাত্মবোধক গান নিয়ে একটি রিয়ালিটি শোর আয়োজন করছে মাছরাঙা টেলিভিশন। 'ভালোবাসি বাংলাদেশ' শিরোনামের এই রিয়ালিটি শোর উপস্থাপনা করছেন পুতুল। এই প্রতিযোগিতা নিয়ে খুবই উৎফুল্ল এ গায়িকা।
বিজ্ঞাপন
উপস্থাপনার পাশাপাশি প্লেব্যাক, স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পুতুল। ১৩ থেকে ২৫ ডিসেম্বর চারটি শোতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, পুতুলের প্রথম একক 'সন্ধ্যা বাড়ীর বারান্দায়' প্রকাশ পায় ২০০৮ সালে। ২০১০ সালে আসে দ্বিতীয় একক 'মাটির পুতুল'। তৃতীয় এবং সর্বশেষ একক 'পুতুল গান' প্রকাশ পায় গত বছর।