kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

লুৎফরের সুরে নতুন বছরের গান

রংবেরং প্রতিবেদক   

১৭ নভেম্বর, ২০১৩ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলুৎফরের সুরে নতুন বছরের গান

ইংরেজি নববর্ষ উপলক্ষে কণ্ঠশিল্পী ও সুরকার লুৎফর হাসানের সুরে তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ মৌলিক ফোক গানের অ্যালবাম। অ্যালবামের নাম 'ঝিনাই বন্ধু'। এতে গান থাকছে ৯টি। গান লিখেছেন হাসিবুর রেজা কল্লোল, ইশতিয়াক আহমেদ, গালিব সর্দার, এ মিজান, ফয়সাল রাব্বেকীন, সেজুল হোসেন, লুৎফর হাসান ও হেলাল ওয়াদুদ।

বিজ্ঞাপন

সংগীত করেছেন সুমন কল্যাণ। কণ্ঠ দেবেন লুৎফর হাসান, কাজী শুভ, রিংকু, রাজীব, শিমুল খান, সজল, শামীম, জাফরীন ইসলাম প্রমুখ। অ্যালবামটি প্রকাশিত হবে ঈগল মিউজিকের ব্যানারে।

 

 সাতদিনের সেরা