<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারের আশুলিয়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে নিজের বোন ও ছোট ভাইয়ের বউকে খুন করা হয়। এ ছাড়া বগুড়ার শেরপুরে অজ্ঞাতপরিচয় এক নারীর এবং গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের চার দিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভার : আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় মো. রাসেল (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহিদুল নামের আরো এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার টুকু ভুইয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল সিরাজগঞ্জের বেলকুচি থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেহেরপুর : গাংনীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে গাংনী উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন ও অন্য বোন শামীমা আক্তার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হত্যার পর ঘাতক মহিবুল ইসলাম ওহিদ পালিয়ে যাচ্ছিলেন। গাংনী থানার পুলিশ ও মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের যৌথ টিম সদর উপজেলার আমঝুপি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে। মহিবুল আহত হওয়ায় তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুর (বগুড়া) : শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে নিখোঁজ হওয়ার চার দিন পর রায়হানুল ইসলাম আরাফ (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে কালিয়াকৈর উপজেলার হাই-টেক সিটির রেললাইনের পাশ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে মাওলানা নুরনবী (২৫) নামে একজনকে আটক করেছে। নিহত রায়হান টাঙ্গাইলের গোপালপুর থানার সাঙ্গাপাড়া এলাকার খন্দকার রাসেলের ছেলে।</span></span></span></span></p>