<p class="body" style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.1pt">সমাজসেবা, সংস্কৃতি, চিকিৎসা, ক্রীড়া, সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জহির রায়হান সম্মাননা-২০২৩ প্রদান করা হয়েছে। জহির রায়হান চলচ্চিত্র সংসদ, নওগাঁর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে এই পদক প্রদান করা হয়। </span></span></span></span></span></span></span></p> <p class="body" style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.1pt">এবার সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক নবির উদ্দিন পেয়েছেন নওগাঁর ভাষাসংগ্রামী ডা. মঞ্জুর হোসেন স্মৃতি পদক, ডা. এ এইচ এম কামাল আহমেদ পেয়েছেন ভাষাসৈনিক ডা. আমজাদ হোসেন তরফদার স্মৃতি পদক। এ ছাড়া প্রকৌশলী চন্দন দেবকে প্রদান করা হয়েছে মোমিনুল হক ভুটি স্মৃতি পদক, রাবেয়া খাতুন বেলীকে এম সলিমুল্লাহ খান স্মৃতি পদক, পুতুল রানী ব্যানার্জীকে শেখ নুরুল ইসলাম ভগলু স্মৃতি পদক, নূরুন নাহার সুষমা সাথীকে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খন্দকার মকবুল হোসেন স্মৃতি পদক এবং এম মাসুদ রানাকে বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব স্মৃতি পদক। </span></span></span></span></span></span></span></p> <p class="body" style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.1pt">অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের দৌহিত্র মাহমুদ আবরার রায়হান। এ সময় জহির রায়হানের সন্তান তপু রায়হান, লেখক, চলচ্চিত্র গবেষক, আলোকচিত্রী শামসুর আলম বাবু, জহির রায়হান স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষসহ জহির রায়হানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। </span></span></span></span></span></span></span></p> <p class="body" style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.1pt">অনুষ্ঠান ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন জহির রায়হান স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহসভাপতি ও নওগাঁ জেলা সাধারণ সম্পাদক রহমান রায়হান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।</span></span></span></span></span></span></span></p>