কিশোর গ্যাং সন্দেহে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৪৭ কিশোরকে আটক করে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত সদর মডেল থানা পুলিশ এই অভিযান চালায়। তবে মধ্যরাতে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন অভিভাবকরা।
এদিকে মাথায় চুলের বাহারি কাটিং করা বহু কিশোরকে গতকাল বুধবার সকাল থেকেই শহরের সেলুনগুলোতে ভিড় করতে দেখা গেছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি কর্মকর্তা আব্দুর রশিদ জানান, সন্তানরা কিশোর গ্যাংয়ে জড়াবে না এবং স্বাভাবিক জীবন যাপন করবে, এমন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আটক কিশোরদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। নতুন করে কেউ যদি কিশোর গ্যাংয়ে জড়ায় তাহলে সেসহ অভিভাবকেও ছাড় দেওয়া হবে না।
কয়েক মাস আগে চাঁদপুর শহরের গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের হাতে আরেক কিশোর খুন হয়।