ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭

নাঙ্গলকোট প্রাথমিক শিক্ষা অফিস ‘দুর্নীতির আখড়া’

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
নাঙ্গলকোট প্রাথমিক শিক্ষা অফিস ‘দুর্নীতির আখড়া’

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারী ও কয়েকজন শিক্ষক নেতার বিরুদ্ধে বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষকদের যাতায়াত ভাতা, উপবৃত্তি, বিল-ভাউচার পাস, ডিপিএড ট্রেনিং, উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন খাতে এ দুর্নীতি করা হয়।

জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে উপজেলার ১৫১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা যাতায়াত ভাতা পাওয়ার কথা থাকলেও ভাতা পেয়েছেন ১৬৫ জন শিক্ষক। তা ছাড়া প্রধান শিক্ষকরা যাতায়াত ভাতা পাওয়ার কথা থাকলেও শিক্ষা অফিস স্বজনপ্রীতি করে কয়েকজন সহকারী শিক্ষককেও যাতায়াত ভাতা দিয়েছে।

পৌরসভার শিক্ষকদের যাতায়াত ভাতা দেওয়ার নিয়ম না থাকলেও নাঙ্গলকোট পৌর সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছয়জন সহকারী শিক্ষকের নামে যাতায়াত ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ করছেন।

এদিকে উপজেলা সদরসহ নিকটবর্তী বিদ্যালয়ের শিক্ষকদের সাত-আট হাজার টাকা করে ভাতা দেওয়া হলেও দূরবর্তী বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হয়েছে মাত্র ৮০০ টাকা করে।

দূরবর্তী বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বাম দুবাইর বাজার, গোরকমুড়া, তপোবন, শ্যামপুর, উল্লাখালি, আটগাঁও, বানাবাড়িয়া, কিনারা, চরজামুরাইল, পাইকোট, চাটিতলা, পুজকরা পশ্চিম, বাগরা, ধুড়িয়ারা, বাহুয়া, মেরকোট, কান্দাল, সোন্দাইল, নিশ্চিন্তপুর, গোহারুয়া ও ঘোড়াময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়। তা ছাড়া প্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বায়োমেট্রিক মেশিন বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এর জন্য ১৫১টি বিদ্যালয় থেকে বায়োমেট্রিক মেশিন বাবদ ২৭ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষা অফিসের বিরুদ্ধে।

উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলখাঁড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমজান আলী বলেন, শিক্ষা অফিসের দুর্নীতির কথা বলে শেষ করা যাবে না।

শিক্ষা অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আল আমীন বলেন, ‘পৌরসভার বা উপজেলার কোনো শিক্ষক সরকারি কাজে কোথাও যাতায়াত করলে, বিশেষ করে উন্নয়ন মেলা, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করলে সে ক্ষেত্রে শিক্ষকদের যাতায়াত ভাতা দিতে হয়। সমস্যাটি খতিয়ে দেখা হবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

শাজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ

আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
শেয়ার
শাজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বিকেলে নতুন শহর এলাকার তাঁর বাসভবনের দরজায় নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এ সময় থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গসহ মোট পাঁচজনের সাক্ষ্য নেয় দুদক। আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে চিঠিতে বলা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানায় দুদক। দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, দুর্নীতির মাধ্যমে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন, এমন একটি অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে।

 

 

মন্তব্য

১২ জেলেসহ ট্রলারডুবি তিন দিন পর উদ্ধার ৯

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
১২ জেলেসহ ট্রলারডুবি তিন দিন পর উদ্ধার ৯

বরগুনার পাথরঘাটায় গভীর সাগরে ১২ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে ৯ জেলেকে উদ্ধার করেছে অন্য একটি  ট্রলার। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য তিন জেলের সন্ধান পাওয়া যায়নি। এর আগে গত সোমবার ট্রলারটি পাথরঘাটা থেকে ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ডুবে যায়।

জানা গেছে, সোমবার পটুয়াখালীর পায়রা পোর্টের বয়া থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ১২ জেলেসহ ‘এফবি সাইকুল’ ট্রলারটি উত্তাল সাগরে ডুবে যায়।

ট্রলারে থাকা ফ্লটে (জাল ভাসিয়ে রাখার উপকরণ) রশি বেঁধে ৮০-৯০ ফুট লম্বা করে সবাই উত্তাল সাগরে ভাসছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার জেলে আবদুর রহিম ট্রলার নিয়ে ওই পথে যাওয়ার সময় ৯ জেলেকে উদ্ধার করে ট্রলারে থাকা ওষুধ ও মোটা কাপড় দিয়ে নিকটবর্তী চর মোন্তাজ পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন। রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, তাঁদের কাছে ৯ জেলেকে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সুন্দরবনে ৩ ট্রলারসহ ২৭ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
সুন্দরবনে ৩ ট্রলারসহ ২৭ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় ২৭ জেলেকে আটক করেছেন বন বিভাগের স্মার্ট প্যাট্রলিং টিমের সদস্যরা। ছবি : কালের কণ্ঠ

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় ২৭ জেলেকে আটক করেছেন স্মার্ট প্যাট্রলিং টিমের বনরক্ষীরা। গতকাল বৃহস্পতিবার সকালে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর, মেহের আলীর চর ও ডিপোর খাল এলাকা থেকে এই জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের কাছ থেকে তিনটি ফিশিং ট্রলার, বিপুল পরিমাণ মাছ ধরা জাল ও বিভিন্ন মালপত্র জব্দ করেন বনরক্ষীরা। বন বিভাগ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত টহলে নামেন।

এ সময় বনের পৃথক পৃথক স্থানে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ জেলেদের আটক করেন। আটক জেলেদের বাড়ি খুলনার কয়রা এবং বাগেরহটের মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে। পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। কিন্তু এই নিষিদ্ধ সময়ে গোপনে প্রবেশ করে জেলেরা মাছ ধরার চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে নিহত ৪

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
শেয়ার
নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে নিহত ৪

রংপুরের পীরগাছায় বউভাত খেয়ে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার দেউতি জব্বারের দোকানসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অমৃত বালা (৮০) ও সান্তা রানী (৫০), লক্ষ্মী রানী (৩৫) ও বাসচালক টুটুল আহমেদ।

তাঁদের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবার বাড়ি রংপুর নগরীর নজিরের হাট এলাকায়। তাঁরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর শহরের নজিরের হাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী প্রায় ৫০-৬০ জন যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকার একটি বিয়েবাড়িতে বউভাত খেতে যান।
সেখান থেকে ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দেউতি জব্বারের দোকানসংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পীরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল আমিন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ