ডা. হাবিবুর রহমানের বাড়ি কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের নবাবচর গ্রামে। বাবার নাম মো. আলাদিন মিয়া। বাবার নামে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন আলাদিন পেইন সেন্টার। দরিদ্র ও অসহায় রোগীদের এখানে বিনা মূল্যে সেবা দিয়ে থাকেন।
সুখবর বাংলাদেশ
তাঁদের সেবার মন
- প্রতি শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ, সাভার বা কামরাঙ্গীরচরের বিভিন্ন স্কুলে ক্যাম্প করে বিনা মূল্যে রোগী দেখেন ডা. হাবিবুর রহমান ও তাঁর বোন ডা. নাসরীন রহমান। খোঁজ পেয়েছিলেন আলতাফ হোসেন মিন্টু
অন্যান্য

অনেকটা ঈদ আনন্দের মতো
ডা. হাবিব বলেন, প্রতি শুক্রবার ফ্রি রোগী দেখার ক্যাম্প করতে আমার খুব ভালো লাগে। শুক্রবার সকালে যখন ক্যাম্প করার উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বের হই, তখন অনেকটা ঈদ আনন্দের মতো লাগে।