ঢাকা, বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭
গোপালগঞ্জ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে লাশ তুলে নিহতদের ময়নাতদন্ত করা হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রয়োজনে লাশ তুলে নিহতদের ময়নাতদন্ত করা হবে

গোপালগঞ্জে নিহতদের স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ক্ষেত্রে প্রয়োজন হলে লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। গতকাল শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত হচ্ছে। প্রয়োজন হলে বাকি নিহতদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

এ সময় গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কি না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে সংঘর্ষে গুলিবিদ্ধ চারজন এবং পরে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজন নিহত হন। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিহতদের স্বজনরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন।

চিকিৎসকরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনরা তা করতে দেননি। তিনি বলেন, যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজনে সে ক্ষেত্রে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। তিনি আরো বলেন, গোপালগঞ্জের ঘটনায় অনেক সাংবাদিক জীবন বাজি রেখে লাইভ টেলিকাস্ট করেছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই।

মন্তব্য

সম্পর্কিত খবর

১৯ বছর পর বিটিভিতে ফিরছে ‘নতুন কুঁড়ি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
১৯ বছর পর বিটিভিতে ফিরছে ‘নতুন কুঁড়ি’

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি আবার শুরু হতে যাচ্ছে। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পেজে এ তথ্য জানিয়েছে বিটিভি। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় রিয়ালিটি শো নতুন কুঁড়ি। এরপর ২০০৬ সাল পর্যন্ত অনুষ্ঠানটির সম্প্রচার চলে।

২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরুর পরিকল্পনার খবর প্রকাশিত হলেও কভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রতিভা খুঁজে বের করেছে অনুষ্ঠানটি।

মন্তব্য

আজ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আজ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ ঢাকার কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস পাবেন না এসব এলাকার গ্রাহকরা। গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ বলেছে, চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধাবাড়ী, সানারপাড়, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

 

মন্তব্য
৪৬তম বিসিএস

আনন্দ মোহন কলেজের বদলে নতুন পরীক্ষাকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আনন্দ মোহন কলেজের বদলে নতুন পরীক্ষাকেন্দ্র

৪৬তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর অবশিষ্ট বিষয়ের পরীক্ষার জন্য ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। গতকাল বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের পদসংশ্লিষ্ট অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের পরিবর্তে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হবে। গত ২৪ জুলাই থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষা চলবে ৩ আগস্ট পর্যন্ত। এ ছাড়া পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

মন্তব্য

শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে মোদি বরাবর জাগপার চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে মোদি বরাবর জাগপার চিঠি

জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর নিন্দা ও প্রতিবাদপত্র দিয়েছে জাগপা। গতকাল বুধবার দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ইংরেজি ও বাংলা ভাষায় এই চিঠি দেওয়া হয়। এর আগে সকালে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান চিঠি স্বাক্ষরের পর আসাদ গেটে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা করে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেনপ্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার ও যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ