চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল রবিবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের কর্মীরা। সকাল ৯টা থেকে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তাঁরা।
ইআরপিপি প্রকল্পের কর্মী আবদুর রহমান বলেন, ‘এর আগেও আমরা আন্দোলন করেছি। কিন্তু দাবি মানা হয়নি।
এবার দাবি মানা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দেব। সেটা কী হবে, তা সবাই মিলে ঠিক করব।’
এর আগে গত শনিবার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বাস্থ্যকর্মীরা। তাঁদের দাবি, তাঁরা কভিড মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিলেও এখন অবহেলার শিকার।
নতুন করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, এ সময় তাঁদের কাজে লাগানোর দাবিও জানানো হয়। অবস্থান কর্মসূচিতে লিখিত বক্তব্য পড়ে শোনান ন্যাশনাল ল্যাবরেটরি সেন্টারের ডেটা এন্ট্রি অপারেটর আব্দুর রহমান ও নিপসমের মেডিক্যাল টেকনোলজিস্ট আবু সুফিয়ান।
লিখিত বক্তব্যে বলা হয়, কভিড মহামারি শুরুর পর ২০২০ সালে তাঁদের নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।