ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আলম ও তাঁর স্ত্রী লুবনা আফরোজের নামে আশুলিয়ায় থাকা তাঁদের ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট এবং ২৩ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য চার কোটি ৫২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।