জুলাই গণ-অভ্যুত্থানে হামলা-মামলার বাদী জুলাই যোদ্ধা সালাউদ্দিন সাদিকের দাবি, তাঁর করা মামলার ১১৮ জন আসামির মধ্যে ১০৬ জনকেই চেনেন না তিনি। পুলিশ ষড়যন্ত্র করে নিরীহ মানুষকে আসামি করেছে।
গতকাল মঙ্গলবার গাজীপুরের টঙ্গী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সাদিক এই অভিযোগ করেন। তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষ ও টঙ্গী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে সাদিক বলেন, ‘আমি ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু মামলা হয়েছে ১১৮ জনের বিরুদ্ধে। এর মধ্যে আমার ১০-১২ জন আসামি আছে। বাকি কাউকে আমি চিনি না।
আমার দেওয়া ৫২ জনের নামে এখনো মামলাই হয়নি। পুলিশ ষড়যন্ত্র করে এই কাজ করেছে। আমি এর বিচার চাই।’
সালাউদ্দিন সাদিক জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি রক্তাক্ত আহত হন এবং দেশের জন্য জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নেন।
অথচ আজ সেই রক্তের ঋণ ভুলে তাঁকে ও নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক দুর্বৃত্তায়নের শিকার হতে হচ্ছে।
সাদিক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ৫২ জন প্রকৃত অপরাধীকে শনাক্ত করে মামলা করতে চাইলেও গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে একটি চক্রান্তকারী মহল ১১৮ জনকে আসামি করে মামলা সাজিয়ে আমাকে এবং বহু নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করছেন। তাদের মধ্যে বেশির ভাগ লোককে আমি চিনি না, তারাও আমাকে চেনে না।’