ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
সাম্যর চাচা কায়সার

আমাদের সাম্যকে এমন নৃশংসভাবে হত্যা করা হবে, কখনো ভাবিনি

ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ
ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ
শেয়ার
আমাদের সাম্যকে এমন নৃশংসভাবে হত্যা করা হবে, কখনো ভাবিনি
শাহরিয়ার আলম সাম্য

বিশ্ববিদ্যালয়পড়ুয়া সম্ভাবনাময় এমন টগবগে তরুণকে, আমাদের সাম্যকে এমন নৃশংসভাবে হত্যা করা হবে, কখনো ভাবিনি। ভাবতেই পারছি নাআমার ভাতিজার সঙ্গে আর কখনো দেখা হবে না, কথা হবে না!

অন্তর ছুঁয়ে যাওয়া এই কথাগুলো সাম্যের আপন চাচা কায়সার উল আলমের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের আকস্মিক খুনের ঘটনায় তিনি মুষড়ে পড়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে তাঁর সঙ্গে কালের কণ্ঠের এই প্রতিনিধির কথা হয়।

তখন তাঁরা সাম্যের মরদেহ আসার অপেক্ষায় ছিলেন। তাঁরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না বাড়ির তরতাজা এই তরুণের অপঘাত মৃত্যু।

চাচা কায়সার উল আলম জানান, ময়নাতদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যের প্রথম জানাজা হবে। এরপর মরদেহ সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।

এখানে বাদ মাগরিব সড়াতৈল গ্রামের মাদরাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাদির কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে। তিনি বলেন, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।

কায়সার উল আলম বলেন, টেলিভিশনে ভাতিজা সাম্য হত্যার সংবাদ দেখে স্বজন আর গ্রামের মানুষের ফোন আসতে থাকে। বাড়িতে ভিড় জমে যায়।

প্রতিবেশী কবির সরদার বলেন, সাম্য প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে আসত। আমাদের সঙ্গে কুশলবিনিময় হতো। এমন নম্র-ভদ্র ছেলেটির এই খুনের ঘটনা আমরা মেনে নিতে পারছি না।

সাম্যের ছোট চাচি তানিয়া খাতুন বলেন, প্রতিবছর দু-তিনবার সাম্য গ্রামের বাড়িতে আসত। তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি রয়েছে।

তার মৃত্যুর খবরে আমরা হতবাক।

স্বজন ও প্রতিবেশী সবাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে।

গতকাল সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ইসলামী সরকারি কলেজ ছাত্রদলের সমন্বয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কলেজ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, দেশের যেকোনো আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা বেশি ত্যাগ স্বীকার করেছে। অথচ অত্যাচার-নির্যাতনের শিকার আমরাই বেশি হয়েছি। হত্যাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।   

স্বজনরা জানায়, সাম্যের বাবা ফখরুল আলম ঢাকার রূপনগর আবাসিক এলাকায় ১৮ নম্বর সড়কে একটি বহুতল ভবনের সপ্তম তলায় নিজের ফ্ল্যাটে থাকেন। চার ভাইয়ের মধ্যে সাম্য সবার ছোট। তাঁর বড় ভাই আমিরুল ইসলাম সাগর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। কয়েক বছর আগে তাঁর মা মারা গেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ওই প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

নতুন করে ভবন নির্মাণে শিক্ষা উপদেষ্টার কাছে মডেল পাঠানো হয়েছে। উপদেষ্টামণ্ডলীর সময় ঘনিয়ে এসেছে (মেয়াদ শেষের দিকে)। তবু নতুন ভবন নির্মাণ বাস্তবায়নের চেষ্টা থাকবে। এ সময় তিনি কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা এবং মুহূর্ত নিয়ে স্মৃতিচারণা করেন।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। আনুষ্ঠানিকতা শুরুর আগে উত্তরা মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সকাল ৯টা থেকে প্রাক্তন শিক্ষার্থীদের আগমনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে নির্ধারিত টি-শার্ট পরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

 

 

মন্তব্য
সংক্ষিপ্ত

হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি

নিজেস্ব প্রতিবেদক
নিজেস্ব প্রতিবেদক
শেয়ার
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে ভালো। ফয়জুল হাকিম আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রবীণ বুদ্ধিজীবী সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

মন্তব্য

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

শেয়ার
ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ

মন্তব্য

সর্বশেষ সংবাদ