রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গত বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী অটোমোবাইল ও মোটরসাইকেল প্রদর্শনী। এই ‘অটো সিরিজ অব এক্সিবিশন বাংলাদেশ-২০২৫’-এ প্রথম দিনের তুলনায় গতকাল শুক্রবার ক্রেতা-দর্শনার্থীর ভিড় প্রায় দ্বিগুণ বেড়েছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় প্রতিটি স্টলে বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড়। উত্সুক ক্রেতাদের বিভিন্ন প্রশ্নে ব্যস্ত সময় পার করছেন স্টলসংশ্লিষ্ট ব্যক্তিরা।
একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেট কার ও মোটরসাইকেল থাকার কারণে ক্রেতারা প্রতিটি স্টল ঘুরে তুলনা করছেন। যানবাহনে থাকা নিত্যনতুন ফিচার নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন।
প্রদর্শনীতে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে মিত্সুবিশি, হোন্ডা, বাজাজ, স্পিডোজ, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, গ্যাক মোটরস ও ডংফেনের স্টল দেখা গেছে। প্রদর্শনীতে মোটরসাইকেল ঘিরে তরুণ ক্রেতাদের বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।
ক্রেতাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মডেলের বাইকের ফিচার জানতে চাইছেন, আবার অনেকে পছন্দের বাইকের সঙ্গে সেলফি তুলছেন।
আবার ক্রেতাদের আকৃষ্ট করতে বেশ কিছু ব্র্যান্ডের অটোমোবাইল-বাইকের ওপর বিভিন্ন ধরনের আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে পালসার এফ-২৫০ মডেলের এ গাড়ির দাম তিন লাখ ৬৫ হাজার টাকা। প্রদর্শনী উপলক্ষে ১৫ হাজার টাকা ছাড় দিয়ে দুই লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
মোটরসাইকেল ব্র্যান্ড স্প্রিডওজি-এর সিনিয়র এক্সিকিউটিভ ফাকরুজ্জামান আল রাজী বলেন, ‘প্রদর্শনী উপলক্ষে মূল্যছাড়ের পাশাপাশি আমরা পালসারের নতুন একটি ভেরিয়েন্ট নিয়ে এসেছি। এটি তরুণ বাইকারদের আকৃষ্ট করেছে। প্রথম দিন থেকেই এই বাইকের পর্যাপ্ত অর্ডার পাচ্ছি।’
বাড্ডা থেকে মেলায় এসেছেন রাকিবুল হাসান। তিনি বলেন, মেলার ভেন্যু হিসেবে আইসিসিবি বেশ চমৎকার।
সড়কটি যানজটমুক্ত হওয়ায় যাতায়াতব্যবস্থাও ভালো। ভেতরে পর্যাপ্ত পার্কিং সুবিধা, পরিবেশও বেশ সুন্দর। এর আগে বাণিজ্যমেলার মাঠে এমন মেলা হয়েছিল। তবে দূরত্বের কারণে যাওয়া হয়নি।
কলাবাগান থেকে মেলায় আসা ব্যবসায়ী রোকন উদ্দিন বলেন, মেলা থেকে কেনাকাটা করার সুবিধা অনেক। এক ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ও প্রযুক্তির পার্থক্য সম্পর্কে জানা যায়। এ ছাড়া গাড়ি কিনতে ব্যাংকঋণ সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
মেলা ঘুরে দেখা যায়, শুধু কার বা বাইকের স্টল নয়, বরং এসব যানবহনের ইঞ্জিন অয়েলসহ বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানসহ বেশ কিছু ব্যাংক শাখা প্রদর্শনীতে অংশ নিয়েছে। গাড়ি কিনতে ঋণ দিতে ইচ্ছুক ব্যাংক শাখাগুলোর মধ্যে ইস্টার্ন, এনআরবিসহ বেশ কয়েকটি ব্যাংকের শাখা মেলায় দেখা গেছে।
গত বৃহস্পতিবার এই প্রদর্শনীর উদ্বোধন হয়। এবারের মেলায় ১৭টি দেশের ১৭৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইএমএস-গ্লোবাল ইউএসএ এবং এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম এবং সিইএমএস-গ্লোবাল নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম।
প্রদর্শকদের সঙ্গে ছিলেন উত্তরা গ্রুপ অব কম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।