সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই উদ্যোগ বাস্তবায়ন হলে প্রধান শিক্ষকরা ১০তম গ্রেডে ও সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডে বেতন শুরু করবেন। ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এই উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামোতে (অর্গানোগ্রাম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনস্কেল উন্নীতকরণের প্রস্তাব দিতে অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।