৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি বলেন, ‘আমরা ৪৪তম বলে বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
পিএসসি চেয়ারম্যান
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে তিন দিনের আলটিমেটাম
- একদল চাকরিপ্রার্থী গতকাল দাবি আদায়ে পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন
নিজস্ব প্রতিবেদক

গতকাল মঙ্গলবার পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিএসসি চেয়ারম্যান এসব কথা বলেন।
এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রার্থী। গতকাল দাবি আদায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তাঁরা।
চাকরিপ্রার্থীদের এ দাবি নিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, ‘যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি।
তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে তিন দিনের আলটিমেটাম দিয়ে পিএসসি ছেড়েছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে দাবি আদায়ে পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তাঁরা। এক পর্যায়ে তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে দুপুর সোয়া ১টার দিকে গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন। এরপর তাঁরা মূল ভবনের সামনে অবস্থান নেন।
চাকরিপ্রার্থীরা বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে পিএসসি তিন দিনের সময় চেয়েছে। আমরা সেনাবাহিনীর ওপর আস্থা রাখতে চাই। সেনাবাহিনীর ওপর আস্থা রেখে আমাদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি।’
সম্পর্কিত খবর

ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন
জাকসুতে ১৫ জন প্রার্থী পেলেন প্রার্থিতা ফেরত
জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া ২০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন তাঁদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী রাব্বি হাসান।
গতকাল বুধবার মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির রায়ে ১৫ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আর দুপুর ২টা থেকে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন রাব্বি হাসান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট জমা পড়া ২৭৬টি মনোনয়নপত্র থেকে প্রার্থী তালিকায় ২০টি মনোনয়নপত্র বাদ পড়েছিল। গত মঙ্গলবার মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হয়। আপিলের শুনানি হয় গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আপিলের রায় ঘোষণা করা হয় বিকেল ৫টায়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘জাকসু নির্বাচনের জন্য আমাদের কাছে যে ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে ২০টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে কারো কারো পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। ফলে তাঁরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এর বাইরে মনোনয়নপত্রে রেজিস্ট্রেশন নম্বরসহ বেশ কিছু ভুল তথ্যের জন্য কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
এদিকে আসন্ন জাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করছেন ভিপি পদপ্রার্থী রাব্বি হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দিনশেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৩৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ হয়েছে ২৬.৩১ বিলিয়ন ডলার।
গত রবিবার গ্রস রিজার্ভ ৩০.৮৬ বিলিয়ন এবং বিপিএম৬ অনুযায়ী, ২৫.৮৭ বিলিয়ন ডলার ছিল।
এদিকে রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণের কারণে চলতি বছরের জুন শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩১.৭২ বিলিয়ন ডলার হয়, গত ২৮ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। চলতি বছরের জুন শেষে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ওঠে ২৬.৬৯ বিলিয়ন ডলারে। ২০২৩ সালের জুন থেকে আইএমএফের শর্ত মেনে বিপিএম৬ অনুযায়ী হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক।

চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা
নিজস্ব প্রতিবেদক

চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট নেতা। মঙ্গলবার রাত ১০টায় রওনা দেন তাঁরা। আগামী ৩০ আগস্ট তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।
সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁদের। এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি।
চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্প-কারখানা পরিদর্শন করবে। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।

হিমাগার গেটে আলুর কেজি ২২ টাকা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক

হিমাগার গেটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। আর দাম কমে যাওয়ায় ৫০ লাখ টন আলু কিনবে সরকার, যা আগামী অক্টোবর ও নভেম্বরে বিক্রি করা হবে। গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।