বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে চাঁদাবাজির অভিযোগে মো. ফারুক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানায় অভিযুক্ত ফারুকসহ কয়েকজনের বিরুদ্ধে কাফরুলের বাসিন্দা মো. নাজিম খান অন্তর একটি মামলা করেন।
মামলায় মো. ফারুক, সোহান ওরফে বড় সোহান, পিন্টুসহ অজ্ঞাতনামা সাত-আট জনকে আসামি করা হয়েছে। মামলার এজহারে বলা হয়, আসামি পিন্টু শ্রমিক দলের নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষকে ফোন দিয়ে খালেদা জিয়ার চিকিৎসার জন্য টাকা দাবি করেন।