বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে।
গতকাল রবিবার সকাল ১০টায় মাটিরাঙ্গা জোনের কাঁঠাল বাগান এলাকায় দুস্থ ও অসহায় জনগণের মাঝে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
এ সময় আগুনে পুড়ে যাওয়া একটি পাহাড়ি পরিবারের জন্য সম্প্রীতি নিবাস ঘর নির্মাণ, কবুতরছড়া দারুল আকরাম নূরানী মাদরাসার জন্য একটি ঘর নির্মাণ, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, একজন পাহাড়ি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, একটি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন, ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০ পরিবারকে ইফতারসামগ্রী প্রদান করা হয়।