বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীতশিল্পী এ্যাপোলো জামালীর (আবদুল্লাহ আল মাহামুদ জামালী) প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের জনগণ। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তারা।
শুরুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পার্টির কেন্দ্রীয় নেতারা এ্যাপোলো জামালীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম, বাংলাদেশ জাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, গণতান্ত্রিক বাম ঐক্য, বিপ্লবী কমিউনিস্ট লীগ, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, বাসদ (মাহবুব), স্বাধীনতা পার্টি, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন করে গণসংস্কৃতি ফ্রন্ট, সংহতি সংস্কৃতি সংসদ, উদীচী, বিবর্তন, ভাসানী পরিষদ, বিপ্লবী কৃষক সংহতি, বিপ্লবী শ্রমিক সংহতি, বিপ্লবী যুব সংহতি, বিপ্লবী ছাত্র সংহতি, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি, আখচাষি ইউনিয়ন, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতিসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর, শিল্পাঞ্চল কমিটি, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নাটোর, বরিশাল, দোহারসহ বিভিন্ন জেলা ও উপজেলার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে এই মহান গণসংগীতশিল্পীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক। সর্বশেষ সম্মিলিত কণ্ঠে আন্তর্জাতিক সংগীত পরিবেশন করা হয়। এরপর রায়েরবাজার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।