ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১২ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১২ মহররম ১৪৪৭
শুভ কাজে সবার পাশে

বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার পিঠা উৎসব

  • * বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার কমিটি গঠন * লোহাগড়ায় শিশুদের নিয়ে গ্রামীণ খেলাধুলা
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার পিঠা উৎসব
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে গতকাল কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসবের আয়োজন করা হয়। ছবি : কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের নারায়ণগঞ্জ জেলার কমিটি গঠন এবং লোহাগড়ায় শিশুদের জন্য গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঢাকা : বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন, অর্থ সম্পাদক সাহিদা খাতুন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম রীতু, সমাজকল্যাণ সম্পাদক ইফফাত সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল তাসলিমা, সানজিদা ইসলাম নীলা, জান্নাতুল ফেরদৌস, আখি মনি, তাসনোভা তুশিন, মিথিলা আক্তার, জুলিয়া আক্তার ঝর্ণা, নিঝুম নিশি, নাবিহা নাহসিন, জান্নাতুল মেঘলা ও সানজিদা ইসলাম।

 পিঠা উৎসবলোহাগড়া (নড়াইল) : গ্রামীণ খেলাধুলার সঙ্গে শিশুদের পরিচিত করার উদ্যোগে লোহগড়ায় আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলার। গতকাল মঙ্গলবার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উপজেলার পারশালনগর গ্রামের শিশুশিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাবীথি একাডেমি চত্বরে এই আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বিউটির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।

বক্তব্য দেন লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক এসমত আরা তুলি, শুভসংঘের সদস্য কাজী আল মামুন ও মো. সাহেব আলী।

সভা পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ লোহাগড়া উপজেলা শাখার উপদেষ্টা ইকবাল হাসান শিমুল।

নারায়ণগঞ্জ : অ্যাডভোকেট এম এস এ মনিরকে সভাপতি এবং অ্যাডভোকেট কাজী মামুনকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম রাজু, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, মাহফুজুর রহমান পারভেজ, অ্যাডভোকেট আব্দুল ও ডা. ফারুক হোসেন।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি রঞ্জিত কুমার মন্ডল, সহসভাপতি প্রদীপ কুমার দাস, কামরুল হোসেন, আশরাফুল ইসলাম, আকরামুজ্জামান, কামাল হোসেন কালিম ও মাহবুবুল ইসলাম জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, জাবেদ কায়সার মিশু ও এরশাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী মনজুর বকুল, প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, সমাজসেবা সম্পাদক রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এস এম রাসেল, তথ্যবিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, প্রযুক্তিবিষয়ক সম্পাদক আকাশ ডোনার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আল মনির, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ আকাশ প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

আজ কেএমপির সংবাদ সম্মেলন

কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে ছাত্র-জনতার অবরোধ

    ব্লকেড কর্মসূচি চলাকালে টানা বৃষ্টির মধ্যে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে, সড়কে ব্যারিকেড দিয়ে কর্মসূচি পালন করে
খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে ছাত্র-জনতার অবরোধ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে গতকাল সোমবার কেএমপির সদর দপ্তরের সামনে ব্লকেড কর্মসূচি পালিত হয়। ছাত্র-জনতার ব্যানারে এ আন্দোলন হলেও গতকালের কর্মসূচিতে ছিলেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে খুলনার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন আহবান করেছে কেএমপি।

কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে আন্দোলনকারীদের পক্ষে তানভীর আহমেদ জানান, গতকাল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বৃষ্টির কারণে বিকেল ৫টার মধ্যেই কর্মসূচি শেষ হয় জানিয়ে তিনি বলেন, কেএমপি কমিশনারের বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন চলবে। বৈষম্যবিরোধী ছাত্রদের অনুপস্থিতি সম্পর্কে তিনি বলেন, যেহেতু এনসিপির একটি বড় কর্মসূচি নিয়ে সবাই ব্যস্ত, সেহেতু অনেকে হাজির হতে পারেননি। কিন্তু ছাত্র-জনতার ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছে, সেটি চলবে। এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর মঙ্গলবার (আজ) বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

গতকালের ব্লকেড কর্মসূচি চলাকালে টানা বৃষ্টির মধ্যে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে এবং সড়কে ব্যারিকেড দিয়ে কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশ কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে স্লোগান দেন।

উল্লেখ্য, গত ২৪ জুন এসআই সুকান্ত কুমার দাশকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা।

কিন্তু রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরদিন ২৫ জুন থেকে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র-জনতা। পরে অবশ্য পুলিশ তাঁকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

মন্তব্য

বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিষয়ে উদ্যোগ না নিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিষয়ে উদ্যোগ না নিতে আবেদন

বিভাগীয় শহরে স্থায়ীভাবে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের বিষয়ে উদ্যোগ না নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

গতকাল হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের (বিচার) কার্যালয়ে আবেদনটি জমা দেন আইনজীবী সাইফুল ইসলাম। এদিকে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিক্ষোভ করেছেন একদল আইনজীবী। সাধারণ আইনজীবীদের ব্যানারে বিক্ষোভ করার পর তাঁরা সমিতি ভবনের সামনে সমাবেশ করেন।

গত ৩ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের নবম দিনের সংলাপ হয়। সংলাপ শেষে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধনের জন্য ঐকমত্য হয়েছে। বলা হয়েছে, রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে। তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতির পরামর্শক্রমে এক বা একাধিক বেঞ্চ থাকবে।

এ বৈঠকের পর কয়েক দিন টানা বন্ধ ছিল সুপ্রিম কোর্ট। গতকাল আদালত খোলা হলেই এ নিয়ে বিক্ষোভ দেখালেন সর্বোচ্চ আদালতের আইনজীবীরা।

বিক্ষোভ সমাবেশে তাঁরা বলেন, সংবিধান ও আপিল বিভাগের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে অবৈধভাবে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। এতে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের পরিবর্তে আরো বাড়বে।

 

মন্তব্য

সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে

রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির এই আদেশ দেন। 

এর আগে ফতুল্লা থানার মো. সাইদ ওরফে চাঁদ মিয়া হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, উচ্চ আদালতে মামলাটা বিচারাধীন। আমরা আদালতে এটা উপস্থাপন করেছি। আদালত রাষ্ট্রপক্ষের শুনানি গ্রহণ করে উচ্চ আদালতের বিচারাধীন মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এটা আমার ওকালতিজীবনে প্রথম দেখলাম।

 

তিনি আরো বলেন, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগ তার বর্ণনা নেই। রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা নামঞ্জুর আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

একই সঙ্গে হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, একটি হত্যা ও আরেকটি হত্যাচেষ্টা মামলায় আইভী এজাহারনামীয় হুকুমের আসামি। আদালত হত্যা মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

 

মন্তব্য

আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

আওয়ামী লীগ ছাড়া অন্য নিবন্ধিত দলগুলোকে গত পঞ্জিকা বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিবের বরাত দিয়ে বাংলানিউজ জানায়, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।

রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পর পর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

গত বছর হিসাব জমা দেওয়ার পর আওয়ামী লীগের তহবিল ১০০ কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছিলেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান।

এদিকে বিএনপি আয়-ব্যয়ের পর পাঁচ লাখ টাকা ঘাটতিতে ছিল বলে জানা গেছে।

এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছিলেন, হিসাব জমা দেওয়ার পর তাদের তহবিল দাঁড়িয়েছে দুই কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ