ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭
বিসিএস পরীক্ষা

আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমছে

  • স্বাগত জানালেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমছে

বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এই প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছে, যা ৪৭তম বিসিএস থেকে কার্যকর হবে। এ ছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করার প্রস্তাব করেছে কমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে তা ৪৪তম বিসিএস থেকে কার্যকর হতে পারে।

পিএসসি সূত্র জানায়, গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদন ফি ৭০০ টাকার কথা বলা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের দাবি আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার। এর পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব করা হয়েছে।

আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে দেখা যায়, মৌখিক পরীক্ষা ২০০ নম্বর থাকায় অনেকে লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেয়েও মৌখিকে বাদ হয়ে যাচ্ছেন। কারণ, বিসিএসের মৌখিকে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। ফলে অনেক প্রার্থী মৌখিকে ভালো না করলেও তদবিরের জোরে বিসিএসে উত্তীর্ণ হচ্ছেন।

তাই মৌখিক পরীক্ষায় ২০০ নম্বরের বদলে ১০০ করলে স্বজনপ্রীতি অনেকটাই কমে আসবে বলে মনে করছে বর্তমান কমিশন। কারণ সার্টিফিকেটসহ নানা বিষয়ে কিছু নম্বর ফিক্সড করা আছে। এর বাইরে পরীক্ষকদের হাতে খুব বেশি নম্বর থাকবে না।  এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিসিএসসহ নিয়োগ পরীক্ষার ফি কমানোর দাবি জানান। গতকাল সোমবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, বিসিএস ভাইভাতে ২০০ নম্বরের বদলে ১০০ নম্বর; আবেদন ফি ৭০০ টাকার বদলে করা হচ্ছে ৩৫০ টাকা।
শিক্ষার্থীবান্ধব এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএস থেকে তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪৭তম বিসিএসের আবেদন করা যাবে। এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার ও ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার
মানববন্ধন ও বিক্ষোভ
৪৩তম বিসিএস নন-ক্যাডার এর অধিযাচিত সকল পদে দ্রুত সার্কুলার প্রকাশের দাবিতে গতকাল সকালে আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে গৃহকর্মী ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

 

মন্তব্য

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা আট।

এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন।

মন্তব্য
সংক্ষিপ্ত

ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।

রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।

তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ওই রাতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী তাকে মারধর করছিল। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে পুলিশে দেয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ