রাজধানীর পৃথক স্থান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে হাজারীবাগ থেকে এক নবজাতক, মতিঝিলে বিজন সরকার (৭৫) নামের একজন বৃদ্ধ এবং দোলাইরপাড়ে সোহেল মিয়া (৩৮) নামের এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবুজবাগে মো. রমজান আহমেদ নয়ন (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। চকবাজার এলাকায় সাততলা একটি ভবনের ছাদ থেকে ফেলে মো. জীবন (১৮) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।
রাজধানীতে ৫ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

সংশ্লিষ্ট থানা ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। মতিঝিলের কুমার গলির একটি বাসা থেকে অচেতন অবস্থায় বিজনকে উদ্ধার করে পুলিশ। পরে গতকাল শুক্রবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপপরিদর্শক দেবব্রত মজুমদার বলেন, কক্ষটিতে তিনি একাই ছিলেন।
এদিকে নিখোঁজের পরদিন গতকাল সকালে যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকার একটি ফ্লাইওভার থেকে গাড়িচালক সোহেল মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. আমির হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ সময় তাঁর মাথায় কাটা জখম, কপালে ও ডান কাঁধে ক্ষতচিহ্ন, নাক থেঁতলানোসহ একাধিক স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।
সোহেল শরীয়তপুরের নড়িয়া উপজেলার আকনকান্দি গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে। তিনি ঢাকার সবুজবাগের কদমতলা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
হাজারীবাগ এলাকা থেকে অচেতন অবস্থায় এক দিনে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকারী পথচারী রিয়াজুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন রাস্তা পুলপাড় এলাকার দুটি ভবনের মধ্যস্থল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রাতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত বুধবার সন্ধ্যায় সবুজবাগের বাইগদিয়া এলাকায় প্রতিপক্ষের লোকজন নয়নকে হত্যা করে। এই ঘটনায় সবুজবাগ থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নয়ন বালু ব্যবসায়ী ছিলেন। ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
চকবাজার এলাকায় জীবনকে হত্যার অভিযোগ তোলে স্বজনরা। তাদের দাবি, চোর সন্দেহে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে তাঁকে হত্যা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। ঢাকার চকবাজারের মৌলভীবাজার কাঁচাবাজারের পাশে একটি ভবনের সাততলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়েছে।’
সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন
নিজস্ব প্রতিবেদক

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিনও দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হবে প্রতিদিনই।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কিছুদিন কম থাকবে। তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।
নাজমুল হক জানান, বৃষ্টি কম থাকার সম্ভাবনা থাকায় আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির অনেক মালপত্র পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযোগ গঠন করেন। তবে জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামি সম্রাট অসুস্থ।
সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শিক্ষাঙ্গন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আরো বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম (অব.) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
।