ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথকভাবে তাঁদের কাছে তলবের ওই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে শেখ ফজলে নূর তাপসকে আগামী ৩ নভেম্বর এবং হারুন অর রশিদকে ৩১ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, ফজলে নূর তাপস ও হারুন অর রশীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পৃথকভাবে অনুসন্ধান করা হচ্ছে। একটি অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ফজলে নূর তাপসকে এবং অন্য অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন স্বাক্ষরিত চিঠিতে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
৩১ অক্টোবর হারুন অর রশীদের সঙ্গে তাঁর স্ত্রী শিরিন আক্তার, মা ও প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান জহুরা খাতুন, ভাই ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আর ৩ নভেম্বর হারুনের শ্বশুর মো. সোলায়মান, চাচা ফরিদ উদ্দিন আহমেদ, মো. মতিউর রহমান, খালা মিনারা বেগম, মামা মো. সুমরাজ মিয়া, ব্যাবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, আল রাসেল (চাচাতো ভাই) ও রাকিব উদ্দিন দেওয়ান রতনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।