ধর্মীয় আচার ও অনুষ্ঠানের মাধ্যমে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসব আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। গতকাল বুধবার রাত ৯টা ১২ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২৬ মিনিটে এই তিথি শেষ হবে।
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন
নিজস্ব প্রতিবেদক

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সারা দেশে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে বৌদ্ধ সম্প্রদায়। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাজধানীর সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।
সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনে যাওয়া প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ করেছে উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিল অনুমোদিত মেডিক্যাল সেন্টারের মালিকরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেডিক্যাল সেন্টারের মালিকদের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন সাঈদ। তিনি বলেন, ‘একটি চক্র উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিলের সফটওয়্যার ম্যানিপুলেশন করে নিজের পছন্দের সেন্টারে স্লিপ তুলে অন্যদের বঞ্চিত করছে।

অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে হতাশ করেছে : আসক
নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে হতাশ করেছে বলে মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, দেশে এখনো নির্বিচারে গ্রেপ্তার চলছে, হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, যা আগের সরকারের আচরণের পুনরাবৃত্তি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির কারণে নাগরিকের নিরাপত্তাবিষয়ক উৎকণ্ঠাও রয়েছে।
গতকাল বৃহস্পতিবার আসকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

জুলাই ঘোষণাপত্র সংশোধনের আহ্বান জামায়াতে ইসলামীর
বিশেষ প্রতিনিধি

জুলাই ঘোষণাপত্র সংশোধনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এক আলোচনাসভায় এই আহ্বান জানান।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ২০০৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ‘ছাত্র-শিক্ষক-জনতার অবদান ও করণীয়’ শীর্ষক এই আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ লুকিয়ে আছে।
জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা-চেতনার প্রকাশ ঘটেছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে—সভায় এমন মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, ‘জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল। দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে লিপিবদ্ধ থাকবে। তবে শত শত মানুষের রক্ত ও জীবন যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে।

বেবিচক চেয়ারম্যান
বিমানবন্দরের আশপাশে ৫২৫ অবৈধ ভবন
নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে নির্ধারিত নো-ফ্লাই জোনে অন্তত ৫২৫টি উচ্চ ভবন অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক/সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তাফা মাহমুদ সিদ্দিক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় সিএএবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব ভবন সিভিল এভিয়েশনের পূর্বানুমতি ছাড়াই নির্মিত হয়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বেবিচকের ভবন ভাঙার ক্ষমতা নেই। আমরা এ বিষয়ে রাজউককে একাধিকবার চিঠি দিয়েছি।
প্রথমে সংবাদ সম্মেলনে সিএএবি চেয়ারম্যান অননুমোদিত ভবনের সংখ্যা ২৬৩ বলে উল্লেখ করেন। পরে সংবাদমাধ্যমকে সংশোধিত তথ্য দিয়ে জানান, প্রকৃত সংখ্যা ৫২৫।
সম্প্রতি উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।