<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার দুই কর্মকর্তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মো. ফয়জুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্ব দেওয়া হয়েছে। আর চট্টগ্রামস্থ ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মো. মাইনুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে। এ ছাড়া মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কুমিল্লাস্থ ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করে আসছিলেন।</span></span></span></span></span></p>