বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর মিরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে গাছের চারা রোপণ করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর মিরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে মিরপুরে সড়কের মাঝে ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার সদস্য ওয়ালী খান ইউসুফযাই, সাদমান তাহসিন, নাজমুল হাসান মারুফ, রিফাহ নানজিবা আবিকা, স্বপ্না আক্তার, মাহিমা মাহবুবা প্রমুখ।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের কুতুরা ও কৈচাপুর ইউনিয়নের গুনিয়ারিকান্দা গ্রামের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের আহ্বায়ক প্রভাষক দেলোয়ার হোসেন, উপদেষ্টা খুররম খান যুবরাজ ও কালের কণ্ঠ হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু।
উল্লেখ্য, গত কয়েক দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা প্লাবিত হয়। এতে ফসলি জমি, পুকুর ও রাস্তাঘাট তলিয়ে যায়।