<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জীবন বীমার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করা হয়েছে। সদ্য প্রত্যাহার করা চেয়ারম্যান মো. আসাদুল ইসলামের স্থলাভিসিক্ত হবেন মোখলেস উর রহমান। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, বীমা করপোরেশন আইন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে জীবন বীমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। তিনি চেয়ারম্যান পদে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর ওই পদে থাকবেন।</span></span></span></span></span></p>