<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত সোমবার রাতে বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকার শুয়েরপাড় থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার বোরাগাড়ি এলাকার নন্দ কিশোর রায়, পরিমল রায়, নিত্যানন্দ রায়, সঞ্জয় চন্দ্র ও কল্যাণ রায়। এ সময় তাঁদের সহযোগী বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার মনোয়ার হোসেন পালিয়ে যান। বিজিবি জানায়, রাতের অন্ধকারে এই পাঁচজন মালকাডাঙ্গা শুয়েরপাড় সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করলে মালকাডাঙ্গা বিওপির টহলরত সদস্যরা তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছে পাঁচটি মোবাইল ফোন, চারটি মোবাইল ফোনের চার্জার, ভারতীয় ৯০ রুপি এবং ২৪ হাজার ৪১০ টাকা পাওয়া যায়। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>