কয়েক দিনের তুমুল বর্ষণের পর গতকাল রবিবার সারা দেশে অনেকটাই কমেছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ সোমবার বৃষ্টিপাতের পরিধি আরো কমতে পারে, যা অব্যাহত থাকতে পারে আগামী বুধ বা বৃহস্পতিবার পর্যন্ত। এরপর মৌসুমি বায়ু বিদায়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একে একে বিদায় নিতে পারে বৃষ্টি।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘গত কিছুদিনের তুলনায় বৃষ্টি অনেকটাই কমেছে।
সামনে তা আরো কমতে পারে। কম হলেও বৃহস্পতি বা শুক্রবার পর্যন্ত দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। আগামী কিছুদিন তাপমাত্রাও তেমন বাড়া বা কমার সম্ভাবনা নেই। প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতি বা শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বিদায় নিতে পারে।’
এদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বুধবারের পর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে পারে। এতে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতও বিদায় নেবে।
প্রসঙ্গত, বাংলা ঋতুচক্রে আষাঢ় ও শ্রাবণ দুই মাস (মধ্য জুন থেকে মধ্য আগস্ট) বর্ষাকাল হলেও আবহাওয়া অধিদপ্তরের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাস বর্ষা মৌসুম।
এই সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টি হয়। এর বিদায়ের সঙ্গে সঙ্গে বর্ষার বৃষ্টিও বিদায় নেয় প্রকৃতি থেকে। মূলত সেপ্টেম্বরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে শুরু করে।
এদিকে আগের দিনের তুলনায় গতকাল বৃষ্টিপাতের বিস্তৃতি ও পরিমাণ অনেকটাই কমেছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরে ৫১টি পর্যবেক্ষণাগারের ২৭টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে গতকাল।
সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১৩৫ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, এটি অতি ভারি বৃষ্টিপাত (৮৯ মিলিমিটার বা বেশি)। এ ছাড়া ভোলায় ১০৪ মিলিমিটার ও সিরাজগঞ্জের তাড়াশে ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম বিভাগের কিছু অংশ ছাড়া প্রায় সারা দেশেই গতকাল কম-বেশি বৃষ্টি হয়েছে। ভারি থেকে অতি ভারি বর্ষণ হয়েছে ঢাকাসহ দেশের অনেক অঞ্চলেই। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে সেটি ভারি বৃষ্টিপাত এবং ৮৯ মিলিমিটার বা এর বেশি বৃষ্টি হলেই সেটিকে অতি ভারি বৃষ্টিপাত বলা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি আরো কমতে পারে।