বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গতকাল রবিবার গাজীপুরের বিভিন্ন কারখানা এবং সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—
গাজীপুর : গাজীপুরে কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
সকালে সদর উপজেলার বাঘেরবাজারে মণ্ডল গ্রুপের ইন্টিমেন্টস ফ্যাশনের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কে পাঁচ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৮টার দিকে ইন্টিমেন্টস ফ্যাশনের শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
শ্রীপুর : একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
উপজেলার এমসিবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা প্রিন্স মাহমুদ বলেন, এই কারখানায় বরাবর সময়মতো শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। তবে এবার সমস্যার কারণে সময়মতো বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। গত আগস্ট মাসের বেতন আগামী ২৪ তারিখে পরিশোধ করা হবে বলে আমরা শ্রমিকদের জানিয়েছিলাম। এর পরও তাঁরা (শ্রমিক) কর্মবিরতি শুরু করেন, এক পর্যায়ে মহাসড়কে অবস্থান নেন।
টঙ্গী : বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ চারটি কারখানার শ্রমিক। সকাল ৮টা থেকে চেরাগ আলী স্কুইব রোডে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামক কারখানার তিন সহস্রাধিক শ্রমিক কাজ বন্ধ করে কর্মবিরতি পালন ও কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করেন।
এদিকে সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার চার শতাধিক শ্রমিক আগস্ট মাসের বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন।
টঙ্গীর খাঁপাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা গতকাল সকাল ৮টা থেকে জুলাই মাসের বকেয়া অর্ধেক বেতনের দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন। গতকাল অর্ধেক বেতন পাওয়ার নিশ্চয়তা পেয়ে তাঁরা বাসায় চলে যান।
অন্যদিকে টঙ্গীর ন্যাশনাল টিউব রোডে অবস্থিত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন নুভিসতা ফার্মা লিমিটেডের শ্রমিকরা কারখানার কয়েকজন কর্মকর্তার পদত্যাগ ও বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে গত কয়েক দিন আন্দোলন করেন।
কালিয়াকৈর (গাজীপুর) : মৌচাকের দোকানপার এলাকায় কোকোলা ফুড প্রডাক্ট কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মহাসড়ক অবরোধের ফলে সড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অন্যদিকে উপজেলার হরতুকিতলা এলাকার ইকোনিক্স কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছেন। পরে ওই আন্দোলন ধীরে ধীরে তীব্রতর আকারে রূপ নেয়। সর্বশেষ রবিবার শ্রমিকরা কারখানায় এসে ফের আন্দোলন করেন এবং কর্মকর্তাদের মারধর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করলেও কিছু শ্রমিক তা না মেনে আন্দোলন করেন। এ ঘটনায় ১৩ জন শ্রমিককে আটক করা হয়।
সাভার : সম্প্রতি শ্রমিকদের টানা আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আবারও আশুলিয়ার শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকা পর্যন্ত উভয় পাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।