ঢাকার শাপলা চত্বরে ২০১৩ সালে ‘হত্যা’, ২০২১ সালে হেফাজতের নেতাকর্মীদের ‘নির্যাতন ও গণগ্রেপ্তার’, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের বিচার, সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুর বিভাগীয় গণসমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশ হয়।
সমাবেশে হেফাজতের নায়েবে আমির মাওলানা ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। বক্তব্যে সাজিদুর রহমান বলেন, জালেম শাসকগোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জনে ওলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে।
আগামী দিনে এই জমিনে কোনো জালিমকে ছাত্র-জনতা বরদাশত করবে না। সংবিধান সংশোধন করে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ প্রতিস্থাপন করতে হবে। আগামী শিক্ষাবর্ষ শুরুর আগেই জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, হেফাজতের নামে করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এ সময় তিনি ২০১৩ সালে শাপলা চত্বরে, ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদসহ অন্য নিহতদের স্মরণে ‘জামিয়া শহীদ আবু সাঈদ’ নামের একটি মাদরাসা প্রতিষ্ঠার ঘোষণা দেন। মাদরাসাটি আবু সাঈদের কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে।
এর আগে সাজিদুর রহমানের নেতৃত্বে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল আবু সাঈদের কবর জিয়ারত করে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানায়। হেফাজতের পক্ষ থেকে আবু সাঈদের পরিবারকে আর্থিক হাদিয়া দেওয়া হয়।
এর আগে দুপুর ১২টায় রংপুর জুম্মাপাড়া মাদরাসা মিলনায়তনে হেফাজতের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম লালমনিরহাট জেলার কমিটি ঘোষণা করা হয়।