<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাঁর এই রিমান্ড মঞ্জুর করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে রাজধানীর আদাবর থানায় হওয়া পোশাককর্মী রুবেল হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল। গতকাল আবার তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসায়ী হত্যায় ইনু ৭ দিনের রিমান্ডে : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তথ্যমন্ত্রী ইনুকে গত সোমবার ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল ইনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোরাদ খান। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালত সূত্র জানায়, ইনুকে আদালতে আনার আগে হাতে ও পকেটে ডিম নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার তথ্য পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। নিহত ব্যবসায়ীর ভাগ্নিজামাই আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট মামলাটি করেন।</span></span></span></span></p>