সিএনজিচালিত অটোরিকশায় করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করতে গেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। গতকাল বুধবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপসহ জাতীয় সংসদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেন।
বিদায়ি ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তাঁর ফেসবুক পেজে গাড়ি ছেড়ে সিএনজিচালিত অটোরিকশায় চড়ার একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, সড়ক অবরোধের কারণে ফ্লাইওভারের ওপর গাড়ি আটকে আছে।