সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। এই সত্যটা যদি স্বীকার না করি, তাহলে আমরা শোধরাব কী করে?’ গতকাল সোমবার বগুড়া জেলা প্রশাসক সভাকক্ষে ‘নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিগত সরকার ১৬ বছরে যে অনিয়ম করেছে, তা এক-দেড় বছরে শোধরানো সম্ভব নয়। মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, কিন্তু তাদের সব আশা-প্রত্যাশার সমাধান করা এতটা দ্রুত সম্ভব নয়।
তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একটু ভিন্ন রকমের। এখানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তাঁরা দেশের কল্যাণ করতে চাইলেও যাঁরা তাঁদের প্রতিদ্বন্দ্বী, তাঁদের নির্মূল করার চেষ্টা করা হয়। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু দেশটি একটি রাজনীতিক কর্মকাণ্ডে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।
সেটা কিভাবে এতটা দ্রুত মেরামত করা সম্ভব?
উপদেষ্টা শারমীন বলেন, ‘নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। এ ধরনের প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ ধরনের প্রকল্প চলমান অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন। এনজিওগুলোতে অনেক দুর্নীতি দেখা গেছে।
’ বগুড়ার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার এসপি মো. জেদান আল মুসা, সিভিল সার্জন মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ প্রমুখ বক্তব্য দেন।