<p>রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের পাশে জাপানি নাগরিক ‘অজ্ঞান পার্টির’ কবলে পড়েছেন বলে যে খবরটি ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, জাপানি নাগরিক কবায়াশি হিরোমাসি (৭০) মূলত অসুস্থতায় অচেতন হয়ে পড়েন। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়। ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম বলেন, গত বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর বহির্গমন গেটের কাছে জাপানি নাগরিক কবায়াশি হিরোমাসি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা বিমানবন্দরের মেডিক্যাল টিমকে জানায়। মেডিক্যাল টিম দ্রুত ওই জাপানি নাগরিককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গত  বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়, পরে তাঁর সিটিস্ক্যান করা হয়।</p>