বন্যার পানিতে প্রায় ভেঙে পড়েছে দিলারা বেগমের কাঁচা ঘরটি। দিনমজুর স্বামী ঘর মেরামত করবেন নাকি পরিবারের সদস্যদের আহার জোগাবেন, এ নিয়ে চরম দুশ্চিন্তায়। এই বিপদের সময়ে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যভর্তি একটি বড় ব্যাগ হাতে পেয়ে দিলারার মুখে হাসির ঝিলিক। তাঁকে এই আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপ।
রূপায়ণের উপহারে হাসি ফুটল হাজারো বন্যার্ত পরিবারে
নিজস্ব প্রতিবেদক

উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এজিএম মোহাম্মদ মনিরুজ্জামান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজার আমজাদ হোসেন, ডেপুটি ম্যানেজার তোফাজ্জল হোসেন, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিলেটের প্রজেক্ট ম্যানেজার মো. এনামুল হক, দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চিফ ফখরুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি সজল ছত্রী, এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল প্রমুখ।
রূপায়ণ গ্রুপের দেওয়া খাদ্যসামগ্রীর ব্যাগ হাতে পেয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন আইয়ুব আলী, বাবুল মিয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, এনাম উদ্দিন, রোকেয়া বেগম, সেলিনা বেগম, জাহানারা বেগম, শাহিদা বেগম, সুনীতি দাস, শান্তিরানী দাসসহ অনেকে। তাঁরা বলেন, ‘আমরা বড় কষ্টে আছি। ঠিকমতো খাবার জুটছে না। বন্যা আমাদের বিপুল ক্ষতি করেছে।
সম্পর্কিত খবর

একদিনের জন্য ফানুস ওড়ানো নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহানগর এলাকায় এক দিনের জন্য যেকোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।
পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তবে ঠিক কী কারণে এই ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে সে ব্যাপারে গণবিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, উনি (নাহিদ ইসলাম) মাস্টার্সে পুনর্ভর্তির জন্য আবেদন করেছেন। আগে মাস্টার্স শেষ করেননি।

কারামুক্ত হলেন শমী কায়সার
নিজস্ব প্রতিবেদক

কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার। জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।
গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে।
শেষমেশ গত ১২ মার্চ জামিন পান তিনি। এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুক্তি পেয়েছেন
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসাপাতাল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে তিনি সব মামলায় জামিন পেয়েছেন।
গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।