ঢাকা, মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
১৪ শ্রাবণ ১৪৩২, ০৩ সফর ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
১৪ শ্রাবণ ১৪৩২, ০৩ সফর ১৪৪৭

নেত্রকোনার ২ জঙ্গি আস্তানায় মিলল বিস্ফোরকসহ ৮০ ধরনের সরঞ্জাম

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা প্রতিনিধি
শেয়ার
নেত্রকোনার ২ জঙ্গি আস্তানায় মিলল বিস্ফোরকসহ ৮০ ধরনের সরঞ্জাম

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া সেই বাড়িতে গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া অভিযান শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। বাড়িটিতে কোনো জঙ্গি পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, অভিযানের দু-একদিন আগেই সটকে পড়ে জঙ্গিরা। এ ছাড়া নেত্রকোনা পৌরসভার বনোয়াপাড়ায় আরেকটি ফ্ল্যাটে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ।

দুটি অভিযানে জঙ্গিদের বিপুল পরিমাণ সরঞ্জাম আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসবের মধ্যে রয়েছে বড় ধরনের নাশকতার কাজে ব্যবহৃত দুটি বিস্ফোরক (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসআইইডি)। ডিভাইস দুটি ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছেন বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা। এ ছাড়া প্লাস্টিকের তৈরি ২০টি ডামি রাইফেল, ছয়টি অব্যবহৃত সিসি ক্যামেরা, ইলেকট্রিক করাত, ফ্লাশ লাইট, সিলিকনের তৈরি মানবাকৃতির পাঞ্চিং বক্স, একটি ল্যাপটপ, এক জোড়া হ্যান্ডকাফ, দুটি অত্যাধুনিক কম্পাস, পাঞ্চিং ব্যাগ, মার্শালাইড ড্রেস, রামদাসহ ৮০টি সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে পুলিশের সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট, গোয়েন্দা পুলিশসহ ১৫০ জন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য অংশ নেন।

বাড়িটির লাগোয়া একটি ফসলি জমির মালিক আব্দুল আজিজ বলেন, এই বাড়ির লোকজনের এলাকার কারো সঙ্গেই যোগাযোগ ছিল না। আমরা জানি ভেতরে মাছ চাষ করা হয়।

ভবনটির পাশের গৃহবধূ রহিমা খাতুন বলেন, মাঝে মাঝে দেখতাম বাড়ির মহিলারা বোরকা, হাত-পায়ে মোজা লাগিয়ে প্রাইভেট গাড়িতে করে আনাগোনা করত।

এদিকে নেত্রকোনা পৌরসভার বনোয়াপাড়া শমশেরনগর এলাকায় তানভীর কটেজ নামের আরেকটি চারতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে জঙ্গিদের বসবাস করার অভিযোগে শনিবার রাতে ফ্ল্যাটটিতে অভিযান চালায় পুলিশ। তবে এখান থেকেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযান শেষে পুলিশের ময়মনসিংহ বিভাগের ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন, প্রায় তিন একর জমিতে প্রাচীর ঘেরা ভবনটির ভেতরের পারিপার্শ্বিক অবস্থা দেখে বোঝা গেছে, এটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল। জঙ্গি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট প্রচুর জিনিস পাওয়া গেছে।

তিনি আরো জানান, ভবনের বাথরুমসহ অন্যান্য আলামত দেখে বোঝা যায়, এখানে প্রায়ই ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করত।

ভেতরে থাকা রান্না করা মাংস বা ভাত ফেলে রেখে চলে যাওয়ায় বোঝা যায়, ভেতরের জঙ্গিরা তাৎক্ষণিকভাবে সরে গেছে। তদন্তের স্বার্থে এখন এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

বাড়িটির মালিক মো. আব্দুল খালেক জানান, ২০২৩ সালের শুরুতে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি মাসিক পাঁচ হাজার টাকায় ডাইনিং, কিচেনসহ দুই কক্ষের ফ্ল্যাটটি ভাড়া নেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

রিমান্ড শেষে আবুল বারকাত কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রিমান্ড শেষে আবুল বারকাত কারাগারে

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় রিমান্ড শেষে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন। আবুল বারকাতকে গতকাল রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

এর পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

মন্তব্য

মালদ্বীপে হাইকমিশনার হলেন নাজমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মালদ্বীপে হাইকমিশনার হলেন নাজমুল ইসলাম

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. নাজমুল ইসলাম। গত রবিবার তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নাজমুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

পুলিশের চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পুলিশের চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক  প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। বাধ্যতামূলক অবসরে পাঠানো চার কর্মকর্তার মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সদ্যঃপ্রয়াত আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোনে দুর্ঘটনার ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান আয়োজন করে বিইউএফটির জনসংযোগ বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্তি

 

শিক্ষাঙ্গন

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে গত ১৭ জুলাই ‘মেমোয়ার্স অব দ্য জুলাই মুভমেন্ট’ শীর্ষক বিশেষ স্মৃতিচারণার আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা, যাকে একটি একাডেমিক প্রকাশনায় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর এখন তরুণদের, বিশেষ করে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ