<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকার একটি বাসায় বালতির পানিতে পড়ে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে বনগ্রাম রোডে পানির ট্যাংকের পাশের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিশু আমেনার বাবা তাজুল ইসলাম জানান, বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তাঁরা। সকালে মা খোদেজা আক্তার রান্না করছিলেন। আর বাবা ঘরে বসে ছিলেন। এ সময় শিশুটি রুমে একাই হেঁটে হেঁটে খেলছিল। তবে কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন, বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে সে। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে তুলে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বজনরা জানায়, দুই বোনের মধ্যে আমেনা ছোট। তার বাবা তাজুল ইসলাম পুরান ঢাকায় হার্ডওয়্যারের ব্যবসা করেন। আর মা খাদিজা আক্তার গৃহিণী। বাড়ি ফেনী সদর উপজেলায়।</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওয়ারী থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।</span></span></span></span></span></span></span></p>