নরসিংদীতে ব্যান্ডের গায়কসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার দিনের বিভিন্ন সময় দুর্ঘটনাগুলো ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে বাসচাপায় মাইক্রোবাসযাত্রী অড সিগনেচার ব্যান্ডের সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
গতকাল ভোরে মহাসড়কের চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অড সিগনেচার ব্যান্ডের গায়ক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের আবুল বাশারের ছেলে আহসান তানভীর পিয়াল (২৫) ও মাইক্রোবাসচালক ময়মনসিংহের নান্দাইল উপজেলার আশরাফ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩)। বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. ইলিয়াস হোসেন। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মাইক্রোবাসটিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি চাপা দেয়।
ফরিদপুর ও ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ও সকালে কৈডুবি এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৈয়ালদিয়া গ্রামের কাসেম শেখ, তাঁর ছেলে মুরসালিন শেখ ও কাসেম শেখের ভাই নাজমুল শেখ এবং শাবান্তি আক্তার। শাবান্তী ভাঙ্গা সরকারি কাজী মাহবুবউল্লাহ কলেজের একাদশ শ্রেণির শিক্ষর্থী ও ভাঙ্গা উপজেলার খামিনারবাগ গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামে গতকাল সড়ক দুর্ঘটনায় সাগর (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি পাবনা সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সদর উপজেলার কাউগাঁও মোড়ে ট্যাংক লরির চাপায় দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নৈশ্য প্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬৫) ও হাটখোলা এলাকার বাসিন্দা রানা (৩০)।
নড়াইল : নড়াইল-ফুলতলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক মামুন সমাদ্দার (২২) নিহত হয়েছেন। গতকাল সকালে কাড়ারবিলে এ দুর্ঘটনা ঘটে। মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবুল সমাদ্দারের ছেলে।
সিলেট : জৈন্তাপুরে গতকাল অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. ইয়াছির আরাফাত নামের এক কিশোর নিহত হয়েছে। সে করগ্রামের মো. আব্দুস শুকুরের ছেলে।
বগুড়া : নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সদর উপজেলার পীরগাছা-মহাস্থান সড়কের সুরখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা খাতুনের (২২) বাড়ি বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায়।
গাজীপুর : গাজীপুর মহানগরীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)।