<p>বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের (কলেজ) গভর্নিং বডির সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাস ও সমমান নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার রাতে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ জারি করা হয়।</p> <p>প্রবিধানমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়। কোনো ব্যক্তি একই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে টানা দুইবারের বেশি সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতি দিয়ে তিনি আবার নির্বাচন করতে পারবেন।  প্রবিধানমালায় বলা হয়েছে, কোনো শিক্ষক কর্মরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না। তবে সমপর্যায়ের বা নিম্নস্তরের অন্য কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হতে বাধা থাকবে না। কোনো ব্যক্তি দুটির বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হতে পারবেন না। কমিটির পরিধির বিষয়ে বলা আছে, একজন সভাপতি থাকবেন।</p>