ঢাকা, বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭
ইউএনডিপির কর্মশালা

বায়ুদূষণবিরোধী প্রচারের চ্যালেঞ্জ তরুণদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বায়ুদূষণবিরোধী প্রচারের চ্যালেঞ্জ তরুণদের

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে বায়ুদূষণ মোকাবেলায় লেটস ব্রিদ ওয়েল : ক্লিন এয়ার ক্যাম্পেইন ডিজাইন শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালায় তরুণদের বায়ুদূষণের বিরুদ্ধে প্রচার কার্যক্রম শুরু করার চ্যালেঞ্জ দেওয়া হয়।

কর্মশালাটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

তিনি বলেন, বায়ুদূষণ এমন এক জটিল সমস্যা, যা মোকাবেলায় জলবায়ু পরিবহন ব্যবস্থা এবং আর্থ-সামাজিক গতিশীলতার মতো বিষয়গুলো আমলে নিয়ে একটি সামগ্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পদক্ষেপ গ্রহণ করতে হয়। সবার স্বাস্থ্যের জন্যই এটি অত্যন্ত গুরুতর একটি সমস্যা।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে টেকসই সমাধান তৈরিতে তরুণদের চিন্তা-ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রচারাভিযানে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এ প্রজন্মকে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরির আন্দোলনে নেতৃত্ব দিতে উৎসাহ জোগাতে চাই।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইউএনডিপির ক্লাইমেট চেঞ্জ বিষয়ক প্রগ্রাম স্পেশালিস্ট মালিহা মুজাম্মিল, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটি অ্যান্ড এনার্জি প্রগ্রাম স্পেশালিস্ট আরিফ এম ফয়সাল ও ইউএনডিপির হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ূম।

মন্তব্য

সম্পর্কিত খবর

ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন

জাকসুতে ১৫ জন প্রার্থী পেলেন প্রার্থিতা ফেরত

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
শেয়ার
জাকসুতে ১৫ জন প্রার্থী পেলেন প্রার্থিতা ফেরত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া ২০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন তাঁদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী রাব্বি হাসান।

গতকাল বুধবার মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির রায়ে ১৫ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আর দুপুর ২টা থেকে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন রাব্বি হাসান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট জমা পড়া ২৭৬টি মনোনয়নপত্র থেকে প্রার্থী তালিকায় ২০টি মনোনয়নপত্র বাদ পড়েছিল। গত মঙ্গলবার মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হয়। আপিলের শুনানি হয় গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আপিলের রায় ঘোষণা করা হয় বিকেল ৫টায়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, জাকসু নির্বাচনের জন্য আমাদের কাছে যে ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে ২০টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে কারো কারো পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। ফলে তাঁরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এর বাইরে মনোনয়নপত্রে রেজিস্ট্রেশন নম্বরসহ বেশ কিছু ভুল তথ্যের জন্য কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।

যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছিল, তাঁরা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছিলেন। গতকাল আপিলের রায়ে ১৫ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন।

এদিকে আসন্ন জাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করছেন ভিপি পদপ্রার্থী রাব্বি হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মন্তব্য

রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গতকাল  বুধবার দিনশেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৩৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ হয়েছে ২৬.৩১ বিলিয়ন ডলার।

গত রবিবার গ্রস রিজার্ভ ৩০.৮৬ বিলিয়ন এবং বিপিএম৬ অনুযায়ী, ২৫.৮৭ বিলিয়ন ডলার ছিল।

বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২.০২ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। এরপর গ্রস রিজার্ভ কমে ২৯.৫৩ বিলিয়ন ডলারে নেমেছিল। আর বিপিএম৬ অনুযায়ী নেমে আসে ২৪.৫৬ বিলিয়ন ডলারে।

এদিকে রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণের কারণে চলতি বছরের জুন শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩১.৭২ বিলিয়ন ডলার হয়, গত ২৮ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ।  এর আগে ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। চলতি বছরের জুন শেষে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ওঠে ২৬.৬৯ বিলিয়ন ডলারে। ২০২৩ সালের জুন থেকে আইএমএফের শর্ত মেনে বিপিএম৬ অনুযায়ী হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক।

ওই সময় রিজার্ভ ছিল ২৪.৭৫ বিলিয়ন ডলার।

মন্তব্য

চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা

চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট নেতা। মঙ্গলবার রাত ১০টায় রওনা দেন তাঁরা। আগামী ৩০ আগস্ট তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

 

সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁদের। এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি।

চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্প-কারখানা পরিদর্শন করবে। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।

এনসিপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মন্তব্য

হিমাগার গেটে আলুর কেজি ২২ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হিমাগার গেটে আলুর কেজি ২২ টাকা নির্ধারণ

হিমাগার গেটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। আর দাম কমে যাওয়ায় ৫০ লাখ টন আলু কিনবে সরকার, যা আগামী অক্টোবর ও নভেম্বরে বিক্রি করা হবে। গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে সচিব, কৃষি মন্ত্রণালয়কে সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবদের সদস্য করে চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ