জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া ২০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন তাঁদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী রাব্বি হাসান।
গতকাল বুধবার মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির রায়ে ১৫ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আর দুপুর ২টা থেকে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন রাব্বি হাসান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট জমা পড়া ২৭৬টি মনোনয়নপত্র থেকে প্রার্থী তালিকায় ২০টি মনোনয়নপত্র বাদ পড়েছিল। গত মঙ্গলবার মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হয়। আপিলের শুনানি হয় গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আপিলের রায় ঘোষণা করা হয় বিকেল ৫টায়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘জাকসু নির্বাচনের জন্য আমাদের কাছে যে ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে ২০টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে কারো কারো পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। ফলে তাঁরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এর বাইরে মনোনয়নপত্রে রেজিস্ট্রেশন নম্বরসহ বেশ কিছু ভুল তথ্যের জন্য কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছিল, তাঁরা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছিলেন। গতকাল আপিলের রায়ে ১৫ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন।’
এদিকে আসন্ন জাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করছেন ভিপি পদপ্রার্থী রাব্বি হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।