ঢাকা, শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৭
সংক্ষিপ্ত

‘একদলীয় শাসনে বাংলাদেশে মুক্ত গণমাধ্যম অনুপস্থিত’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘একদলীয় শাসনে বাংলাদেশে মুক্ত গণমাধ্যম অনুপস্থিত’

একদলীয় শাসনে বাংলাদেশে মুক্ত গণমাধ্যম অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় এ কথা বলেন সাবেক এই তথ্যমন্ত্রী। জাতীয় প্রেস ক্লাবে আলোচনাসভাটির আয়োজন করে বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের পরিচালনায় আরো বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি খায়রুল বাশার, এ কে এম মহসিন, সহকারী মহাসচিব বাছির জামাল, এহতেশামুল হক শাওন, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রফিক মুহাম্মদ, রাশেদুল হক, দিদারুল আলম, শাহনাজ পলি, খন্দকার আলমগীর হোসেন, সাঈদ খান প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

একদিনের জন্য ফানুস ওড়ানো নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
একদিনের জন্য ফানুস ওড়ানো নিষিদ্ধ

রাজধানীর মহানগর এলাকায় এক দিনের জন্য যেকোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার  এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তবে ঠিক কী কারণে এই ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে সে ব্যাপারে গণবিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

মন্তব্য

ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, উনি (নাহিদ ইসলাম) মাস্টার্সে পুনর্ভর্তির জন্য আবেদন করেছেন। আগে মাস্টার্স শেষ করেননি।

ডাকসু নির্বাচনের ভোটার তালিকায় প্রকাশ করা হয়েছে। এ তালিকায় নাহিদ ইসলামের নাম রয়েছে।

 

 

মন্তব্য

কারামুক্ত হলেন শমী কায়সার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কারামুক্ত হলেন শমী কায়সার

কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার। জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।

গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে।

পরে তাঁকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমী কায়সার।

শেষমেশ গত ১২ মার্চ জামিন পান তিনি। এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এই মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পেলেন তিনি।

 

মন্তব্য

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুক্তি পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুক্তি পেয়েছেন

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসাপাতাল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে তিনি সব মামলায় জামিন পেয়েছেন।

গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকেই তাঁকে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জামিনে মুক্তি দেওয়া হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ